
ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এবার গড় পাসের হার ৭৪.৭০ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করেন।
এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮৪ দশমিক ৫৭ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৫শ ৮৭ জন। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৮৪.৫৭ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এইচএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় গড় পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ। যা সব শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪শ ১৪ জন। এ বছর মাদরাসা মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৮.১৯ ভাগ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৭ হাজার ৪৬৩ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৫৬ হাজার ১৬ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.কায়সার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
২০১৬ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ১৯ থেকে ২৫ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
অলিম্পিকে টানা তৃতীয়বারের মতো ২০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জয়ের পথে আরেকধাপ এগুলেন উসাইন বোল্ট। রিও অলিম্পিক গেমসে পুরুষদের এই ইভেন্টের ফাইনালে উঠেছেন জ্যামাইকার এই বিশ্বসেরা স্প্রিন্টার।
নতুন হল নির্মাণ ও নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল তৈরি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মত ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে ধর্মঘট শুরু করে তারা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে জড়িত সন্দেহে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছেলেদের পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ছাত্রীদের সঙ্গে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণের পর দেয়া এক বক্তৃতায় তিনি এ পরামর্শ দেন।
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন। যা গত বছর যথাক্রমে ৬৯ দশমিক ৬০ শতাংশ ও ৪২ হাজার ৮৯৪ জন ছিলো।
প্রতিবেদন ও সম্পাদনা: মাহতাব শফি, ইয়াসিন
আরো পড়ুন