
ঢাকা: ইতালিতে শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে এ সংখ্যা নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। এর মধ্যে ১৯০ জন নিহত হয়েছেন রাইতি প্রদেশে। ৫৭ জন প্রাণ হারিয়েছেন পাশ্ববর্তী অ্যাসোলি পিসেনো প্রদেশে।
ট্রেনের আগাম টিকিট এখন থেকে ১০ দিন আগে সংগ্রহ করা যাবে। এতোদিন পর্যন্ত ৫ দিন আগে আগাম টিকিট সংগ্রহ করার নিয়ম ছিলো।
গাজীপুর সিটি করপোরেশনের গোবিন্দপুর এলাকায় মো. শাহীন (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। শাহিন স্থানীয় গেদুরাজ মিয়ার ছেলে এবং রড-সিমেন্ট ব্যবসায়ী।
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৩ কেজি ওজনের ২২৩টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাতে সিঙ্গাপুর থেকে আগত একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আতাউল মজিব।
সিরাজগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। র্যাব-১২ এর সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার হাসিবুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুইজনই বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। সুইস তারকা রজার ফেদেরার ও স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল মুখোমুখি হয়েছেন ৩৪ বার। আর প্রতিবারই তাদের দ্বৈরথ দেখার জন্য উন্মুখ ছিলেন বিশ্বের কোটি কোটি মানুষ।
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন
আরো পড়ুন