
ডেস্ক: সংসদ সদস্যরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। এতে বাতিল হয়ে গেল ভিকারুন্নেসার সভাপতি বিমান মন্ত্রী রাশেদ খান মেননের কমিটি।
সকালে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বরিশাল নৌ-বন্দরের কর্মকর্তা এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়া কান্দি এলাকায় আওয়ামী লীগ নেতার গুলিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে পাঁচঘড়িয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অন্য দুজন হলেন- মানিক (৩০) এবং কালু (৪০)।
জয়পুরহাট সদর উপজেলার ভাতসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদ (৫৩) মারা গেছেন। ভোটের দিন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে আহত করে। পারিবারিক সূত্রে জানা গেছে রোববার ভোরে রাজধানীর ধানমণ্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি যান।
কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামে আরিফুল ইসলাম সুজন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
চীন সবচেয়ে বড় ও সেরা নিপীড়ক দেশ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কারণ দেশটি নিজেদের পণ্য যুক্তরাষ্ট্রে নিক্ষেপ করছে, বুদ্ধিভিত্তিক সম্পত্তি চুরি করছে ও চীনের বাজারে ব্যবসা করা কোম্পানিগুলোর উপর বড় ধরনের করারোপ করছে।
ডেনমার্কের আন্তর্জাতিক সহায়তার বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রামের (বিসিপি ২০১৬-২০২১) আওতায় কৃষি, জলবায়ু পরিবর্তন ও টেকসই জ্বালানি এবং সুশাসন ও মানবাধিকার বিষয়ক ১২টি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৫ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে ডেনমার্ক।
ইউরো ফুটবল ২০১৬ চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যকার ম্যাচে দুই দেশের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০জন আহত হয়েছেন। ফ্রান্সের মার্সেই শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউরোপিয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই