
ডেস্ক: কুষ্টিয়া সদরের বটতৈল এলাকায় ট্রাকের ধাক্কায় ৪ নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে সুখী (৪৫) নামের একজনের পরিচয় পেয়েছে পুলিশ। বাকিদের নামপরিচয় পাওয়া যায়নি। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে সোমবার সকাল ৬টা থেকে টানা দু’দিনের (৩৬ ঘণ্টা) সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। ৪ জুন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে পুনর্নির্বাচন দেওয়ার দাবিতে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি গত বৃহস্পতিবার এ অবরোধের ডাক দেয়।
বিতর্কে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল, তবে তার জন্ম হয়েছে ঘরোয়া লিগে। সুপার লিগে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনী অধিনায়ক তামিম মাঠে আম্পায়ারকে যেভাবে গালিগালাজ আর হুমকি-ধমকি দিয়েছেন তার ফল খেলা বন্ধ এবং তারপর ম্যাচ স্থগিত!
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত গাজীপুরের হাছান নামের এক কলেজ শিক্ষক ও আলমগীর হোসেন নামের সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) মুদ্রণ শাখার এক কর্মচারীকে শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করা হলেও এ দু’জন পলাতক রয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
দামুড়হুদা ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আদালতসূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশনের দায়ে তিনটি খাবারের হোটেলে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
শুল্ক গোয়েন্দারা রাজধানীর বারিধারা থেকে চারটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন। অবৈধ গাড়ির সন্ধানে অভিযানে গত কয়েক মাসে বেশকিছু বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, রোববার বিকালে বারিধারার জে ব্লক থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িগুলো জব্দ করা হয়।
১-০ গোলের ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকা থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়েছে পেরু। খেলার শেষের দিকে ৭৫তম মিনিটে রাউল রুইডিয়াজের একমাত্র গোলে ৩১ বছরের মধ্যে এই প্রথম ব্রাজিলকে হারাল দেশটি। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ বি থেকে শীর্ষস্থান নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পেরু। শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দেশটি। অন্যদিকে হারের মধ্য দিয়ে কোপা মিশন শেষ করে যুক্তরাষ্ট্র থেকে এখন বাড়ির পথ ধরবে দুঙ্গার দল।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই