
ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে বাংলাদেশকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশকে সর্বসম্মতভাবে ৭১তম অধিবেশনের সহসভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের প্রার্থিতার প্রস্তাব করা হয়েছিল।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ধর্মীয় সংখ্যালঘুসহ বিভিন্ন পর্যায়ে গুপ্তহত্যা নাটকীয় হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক দীর্ঘ বক্তব্যে মানবাধিকার বিষয়ক কমিশনার জায়েদ রা’দ আল হুসেইন এসব হত্যার তদন্ত ও অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।
যশোরের ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুর রহমান (৪০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার রাত তিনটার দিকে উপজেলা সদরের ওয়াবদা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তিনি যশোর-বেনাপোল রোডে মোবাইল টিম নিয়ে ডিউটিতে ছিলেন।
বলিউড অভিনেত্রী সুরভিন চাওলা অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তখন অনেকেই কাজের সুযোগ দেওয়ার পরিবর্তে শারীরিক সম্পর্ক গড়ার সুযোগ চাইত। এই তথ্য সুরভিন নিজেই জানালেন।
খুব শৈশব থেকেই সমাজের বঞ্চিত, অসহায় ও দরিদ্রদের প্রতি ছিল তার গভীর মমত্ববোধ। একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক ধারার পরিবারে বেড়ে উঠবার কারণে খুব অল্প বয়সেই রাজনীতি সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন চে। যুবক বয়সে মেডিসিন বিষয়ে পড়ার সময় চে দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন।
কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে বেশকিছু জিহাদি বইসহ আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে নিউজনেক্সটবিডি ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
জেলার বাগামারা থানার হামিরকুৎসা এলাকায় আলতাফ শাহ নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার লাশ পাওয়া গেছে। তিনি স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি পুকুরে লাশটি পাওয়া যায়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই