সংবাদ সংক্ষেপ: দুপুর ১২টা

ডেস্ক: বিকেল ৫টায় শুরু হচ্ছে দশম সংসদের ১১তম ও বাজেট অবিধেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মে বর্তমান সংসদের ১১তম ও বাজেট অধিবেশন আহবান করেছেন। এ অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করবেন।
- নিজ নাগরিকদের জন্য ইউরোপে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট। মহাদেশটি জুড়ে বড় ধরনের হামলা হতে পারে বলে নাগরিকদের সতর্ক করে দেয় পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে ফ্রান্সে আগামী মাসে অনুষ্ঠেয় ইউরো-২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে হামলা হতে পারে। ১০ জুন থেকে ১০ জুলাই একমাসব্যাপী ফ্রান্সের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ওই খেলা।
- রাজধানীর খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে খিলক্ষেত রেলগেটে এলাকায় ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মফিজউদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
- রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৫৫টি ককটেল ও ৯টি পেট্রলবোমাসহ ২ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মিরপুর এলাকায় ইসলামি ছাত্র শিবিরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত রবিন (২৯) ও উত্তরার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এমদাদ (৩২)।
- বলিউডে সিরিয়াল কিসার হিসেবে পরিচিত ইমরান হাশমিও ঘুষ দেন! তাও আবার ছবির দৃশ্যের জন্য! ইমরানের প্রায় প্রতি ছবিতেই থাকে একটি চুমুর দৃশ্য। আর এই চুমুর দৃশ্যে অভিনয় করার জন্য প্রতিবারই স্ত্রীকে ঘুষ দেন ইমরান হাশমি।
- আবারো ছেলে সন্তানের মা হয়েছেন জেনিলিয়া ডিসুজা। স্থানীয় সময় বুধবার সকালে একটি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রিতেশ পত্নী জেনিলিয়া। সুখবরটি বাবা রিতেশ দেশমুখ নিজেই টুইট করে জানিয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই/ওয়াইএ