
# কুমিল্লার ইপিজেড এলাকা থেকে বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও দু’টি চাকুসহ এমদাদুল হক চৌধুরী বাবু (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
# প্রথমে বাতিল হলো নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলন। এবার খোদ সার্ক থেকেই পাকিস্তানের বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতের বিভিন্ন তৎপরতায় এই আভাসই পাওয়া যাচ্ছে।
# যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিরুদ্ধে সেনা সদস্যকে হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-কে সহযোগিতার অভিযোগও আনা হয়। সোমবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
# টাঙ্গাইল পৌরসভার দরুন এলাকায় ছিনতাই করে পালানোর সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যের গুলিতে নুরুন্নবী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
# সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক ছাত্রলীগ নেতা। হামলাকারী বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সহসম্পাদক।
# মিউজিক ভিডিওতে পুরুষকে জড়িয়ে ধরায় নাইজেরিয়ার চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করা হয়েছে সেদেশের অভিনেত্রী রাহমা সাদাউকে।
# বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের সরকার ও বেসরকারি খাতের বিনিয়োগকারীরা।এ ছাড়া বাংলাদেশ থেকে শ্রমিকও নিতে চায় তারা। বিদ্যুৎ, সার ও অন্যান্য অবকাঠামো সহ বড় প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
# রাশিয়ার সঙ্গে সিরিয়া-বিষয়ক আলোচনা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে অস্ত্রবিরতি চুক্তির শর্তাবলি মেনে চলতে রুশ কর্তৃপক্ষ আন্তরিক নয় বলে ওয়াশিংটন অভিযোগ করেছে।
# সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেন্ট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (বিপিএম) লক্ষ্মীপুর জেলার রায়পুরে গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার পূর্ব কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
# রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম। আজ মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিট থেকে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।
# হাটিকুমরুল উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
# সিলেটে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছে।এর আগে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব আচার্য্য