সংবাদ সংক্ষেপ: দুপুর ৩টা

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। স্মরণিকার ১৯ নম্বর পৃষ্ঠায় এ তথ্য উল্লেখ করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। এ ঘটনায় সৈয়দ রেজাউর রহমানকে তার কার্যালয়ে প্রায় এক ঘণ্টা তালাবন্দী করে রেখেছিলেন ছাত্রলীগের নেতারা।
- মাদারীপুর নাজিমুদ্দীন কলেজের গণিতের প্রভাষক রিপন চক্রবর্তীকে অনলাইন অ্যাপস ‘টেলিগ্রাম’ এর মাধ্যমে হত্যার পরিকল্পনা করে খালেদ সাইফুল্লাহ (২৬)। সাইফুল্লাহ ওই কলেজের গণিত বিভাগের প্রধান কাজী বেলায়েত হোসেনের ছেলে। রিপন তাকে চিনতো বলেই সে ঘটনার দিন ঘটনাস্থল থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিল।
- পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মোটরসাইকেল সরবরাহকারী শাকু এবং হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে অবস্থান করা মোহাম্মদ শাহজাহান।
- বন্দরনগরী চট্টগ্রাম ও ময়মনসিংহের সঙ্গে রাজধানীর সড়ক পথে যোগাযোগ স্থাপনকারী দু’টি সম্প্রসারিত মহাসড়ক ঈদের আগেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বোতাম টিপে দু’টি চারলেন মহাসড়কের উদ্বোধন করবেন।
- তুর্কি সরকারের একজন কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, ইস্তাম্বুল বিমানবন্দরে হামলাকারীরা রাশিয়া, উজবেকিস্তান এবং কিরগিজস্তানের নাগরিক। হামলাকারীদের জাতীয়তা বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করে। এমনকি তাদের নামও প্রকাশ করেনি।
- মন্দিরের এক সেবায়েতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শ্যামানন্দ দাস ওরফে বাবাজি (৫৫) সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠের সেবায়েত। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত শ্যামানন্দ দাস বাবাজি নড়াইল সদর উপজেলার মুসুড়িয়া গ্রামের কিরণ দাসের ছেলে।
- তেতুলবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় অস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের উত্তরের মাঠে এ ঘটনা ঘটে জানান ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান।
- আপনজনদের সঙ্গে ঈদ করতে যাওয়া মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। টানা নয় দিনের সরকারি ছুটির প্রথম দিন শুক্রবার সকাল থেকেই ঘরে ফেরা মানুষের জনস্রোতে পরিণত হয়েছে গাবতলী বাস টার্মিনাল। সবার অপেক্ষা বাসের। নাড়ির টানে দূর-দূরান্তে ছুটে চলেছেন তারা।
- প্রতি বছর প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য দূর-দূরান্ত থেকে নাড়ির টানে ঘরে ফেরে মানুষ। কিন্তু পথে সীমাহীন ভোগান্তি, যানজট বা দুর্ঘটনায় সেই আনন্দ পরিণত হয় বিষাদে। ঈদের সময় সড়কে দীর্ঘ যানজট লেগে যায়, দেখা দেয় ট্রেনের শিডিউল বিপর্যয়, দীর্ঘ সময় টার্মিনালে অপেক্ষা করতে হয় যাত্রীদের, লঞ্চযাত্রায় থাকে হাজারো বিড়ম্বনা, পথে পথে সীমাহীন নানা ভোগান্তি পোহাতে হয় সকলকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি