সংবাদ সংক্ষেপ: দুপুর ৩টা

ঢাকা: রাজধানীর উত্তরায় বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে উদ্ধার হওয়া অস্ত্র-গুলি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজানের ঢল নেমে আসায় বুধবার সকাল থেকে লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুন) রাত থেকেই তিস্তার পানি বাড়তে থাকে। রাত ৩টায় তিস্তা বিপদসীমা অতিক্রম করে।
- মশাল প্রতীক চেয়ে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বে জাসদের এক অংশের করা রিভিউ আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ প্রাপ্তির পর থেকে সময় গণনা শুরু হবে।
- ফের উঠে দাঁড়িয়েছেন ক্যান্সারের চিকিৎসায় নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা সাদেক হোসেন খোকা। বুধবার সকালে তার ফেসবুক পেজ থেকে দেয়া এক স্থিরচিত্র সূত্রে এ তথ্য জানা গেছে। শরীরে অস্ত্রপচারের কারণে ১৩ জুন থেকে শয্যাসায়ী ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের এই সাবেক মেয়র।
- ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জিডিপির যে আকার নির্ণয় করা হয়েছে, তা সঠিকভাবে হয়নি। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এমনটাই জানিয়েছেন।
- আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, কোপা আমেরিকাতেই গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডটা ভেঙে ফেলবেন লিওনেল মেসি। হলো ঠিক তা-ই।
- জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম নিয়ে নিজের আগামী চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। চলচ্চিত্রের নাম ‘হালদা’। তারকাবহুল এ চলচ্চিত্রে আরো দেখা যাবে ফজলুর রহমান বাবু ও রুনা খানকে।
- গত বছর বাজারে এসেছিল ব্যান্ড অবসকিওরের ১০ম অ্যালবাম ‘মাঝরাতে চাঁদ-২’। ঈদে আসছে একসময়ের মেলোডি কিং খ্যাত অবসকিওরের নতুন আল্যাবাম ‘ক্র্যাক প্লুাটুন’। সম্প্রতি ইন্টারনেটে শ্রোতাদের জন্য দু’টি গানের কিছু অংশ শেয়ার করা হয়েছে, তাতে ব্যাপক সারা পেয়েছে গান দু’টি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি