
ডেস্ক: ২০০৮ সালে গাজীপুরে আইনজীবী ফিরোজ জামান সোহেল হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনামুল হক বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচজন হলেন পটুয়াখালীর মধ্য মদনপুরা এলাকার আবদুর রউফের স্ত্রী মোসাম্মৎ আমেনা বেগম, তার তিন ছেলে মো. তিথি, মো. বাপ্পী ও সজল এবং গাজীপুরের কাপাসিয়ার ফুলবাড়িয়ার কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল।
‘আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস’উপলেক্ষে কোনো ঝামেলা ছাড়াই মোটরসাইকেল রেজিস্ট্রেশন করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে (রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে) প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাচ্ছে।
আলমডাঙ্গা উপজেলার জামজামীতে ঠাণ্ডু নামের একব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বুধবার মামলা দায়ের করেছে ধর্ষিতার সৎমেয়ে। বুধবার সন্ধ্যায় ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। ধর্ষিতা জামজামি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
ঈদে রাজধানীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও রাহাজানি রোধে প্রয়োজনে পুলিশকে গুলির নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাশকতার অভিযোগে রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা এক মামলায় বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ তার অন্তরবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কোটি টাকার আড়াই হাজার কার্টন বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক অধিদফতরের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকালে নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান। তিনি জানান, এই চালানটিই সম্প্রতি জব্দ হওয়া সিগারেট চালানের মধ্যে সবচেয়ে বড় চালান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির সময় কিছুটা পরিবর্তন এনেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুন (শনিবার) ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। ওই দিন ৪ জুলাইয়ের ট্রেনের আগাম টিকিট বিক্রির দিন ধার্য ছিল। তাই ২৫ জুন ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকার কারণে ৪ জুলাইয়ের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ২৬ জুন।
ভারতের পত্রিকাটি ‘অ্যাপারেল বা তৈরি পোশাক খাতে বাংলাদেশ ও ভিয়েতনামকে হারাতে চায় ভারত। কিন্তু দেশটি কী সেটা করতে পারবে’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশ করেছে।
সদর উপজেলার মাথুরাপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চার আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রাইভেটকারের চালক আবদুল হাকিম (৩২), তিরেরহাট গ্রামের নিত্যপদ দাসের ছেলে চয়ন (১২), জয়া রানী সরকার (৫০) ও কেশবপুর উপজেলার চাচড়াইল গ্রামের রেজাউল করিম রাজু (৩৮)।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই