ডেস্ক: চট্টগ্রামের সঙ্গে উত্তর-পূর্ব ভারতকে সংযুক্ত করতে সেতু নির্মাণ করা হচ্ছে। ত্রিপুরায় ফেনী নদীর ওপর ওই সেতু তৈরির কাজ এরই মধ্যে শুরু করেছে ভারত। দেশটির শীর্ষ কর্মকর্তারা শনিবার এ তথ্য জানান। তাদের ভাষ্য, এই সেতুর মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং অপর অঞ্চলগুলোর মধ্যে ভারী যন্ত্রপাতি ও মালামাল আনা-নেওয়া করা হবে। এ জন্য চট্টগ্রাম বন্দরও ব্যবহার করা হবে।
কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের বেদম প্রহারে মায়ের কোলেই মৃত্যু হলো মেহেদি হাসান রোশনি নামের আট মাস বয়সী এক শিশুর। এসময় শিশুটির বাবা মনজুর আলম ও মা দুজনেই গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাঙ্গিয়া ইউনিয়নে। শনিবার রাত ৯টার দিকে চকরিয়া পৌরশহরের ব্যস্ততম চিরিঙ্গা সোসাইটি বাঁশঘাটা রোডের মাথায় এ ঘটনা ঘটে।
আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (দক্ষিণ) সিনিয়র সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে নতুন করে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
স্কুল-কলেজের বিশেষ কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি পদে থাকা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর (নো অর্ডার) কোনও আদেশ দেননি সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে সংসদ সদস্যরা স্কুল-কলেজের গভর্নিংবডির সভাপতি হতে পারবেন না বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে)সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন।
রাজধানীর শেরে বাংলা নগরে ডাকাতির প্রস্তুতিকালে ৪৫টি ককটেলসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন, রাকিব ও রফিকুল ইসলাম।
আল কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি আফগানিস্তানের নতুন তালেবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদার প্রতি সমর্থন এবং আনুগত্য প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ শনিবার এই তথ্য প্রকাশ করে। অনলাইনে আইমান আল-জাওয়াহিরির ১৪ মিনিটের এক অডিও এবং ভিডিও বার্তায় এই আনুগত্য প্রকাশ করা হয়।
কল্পনা চাকমা অপহরণ মামলার ২০ বছরেও কোনো অগ্রগতি হয়নি। মামলাটি পুন:তদন্তের জন্য সিআউডি’র হাতে রয়েছে। মামলার ওপর নজর রাখছেন আইন ও শালিশ কেন্দ্রের নীনা গোস্বামী। তিনি জানান, মামলার পর থেকে নানাভাবে নানা সময়ে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছেন। শেষ পর্যন্ত এটা সিআইডির তদন্তাধীন ছিল। এখন মামলাটি পুন:তদন্তের জন্য রয়েছে।
বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় দেশব্যাপী শত শত লাইব্রেরী তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘আগামী’। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় ১৩ বছর যাবৎ বাংলাদেশে কাজ করে চলেছে সংগঠনটি। লাইব্রেরী তৈরির উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ‘আগামী’র সাথে আন্তর্জাতিক বই সহযোগিতা কার্যক্রমে হাত বাড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন নো বেরিয়ার ফাউন্ডেশন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই