সংবাদ সংক্ষেপ: বিকেল ৩টা

ডেস্ক: আবারো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ। ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ২১ বার।
- জেলার মঠবাড়িয়া উপজেলায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করার দায়ে আলমগীর হোসেন (৪০) নামে এক চিকিৎসককে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার দুপুর ১২টার দিকে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় প্রদান করেন।
- সাংবাদিক ও খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চিকিৎসার জন্য তাকে ৪০ দিন দেশের বাইরে অবস্থান করতে পারবেন বলে নির্দেশ দেন আদালত।
- অবৈধ সম্পদ অর্জনের মামলায় নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
- ফতুল্লাহ ও বিকেএসপি মাঠকে ভেন্যু হিসেবে নিয়ে আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সোমবার এ বিষয়ক এক মিটিং শেষে বিসিবি জেনারেল কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়া সাংবাদিকদের এ কথা জানান।
- এবার আসতে যাচ্ছে ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার সিক্যুয়েল ‘মুন্না ভাই থ্রি’। ৫৭-তম জন্মদিনের অনুষ্ঠানে সুখবরটি নিজেই জানালেন বলিউডের মুন্না ভাই সঞ্জয় দত্ত। সুতরাং খবরটিতে ‘জাদু কি ঝাপ্পি’ পেয়ে গেলেন ভক্তরা। তবে অপেক্ষার পালা দীর্ঘ কারণ ২০১৮ সালে নাকি মুক্তি পাবে ছবিটি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি