
ডেস্ক: ঢাকা মহানগরীর বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স প্রদানে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নোটিশ কেন বাতিল করা হবে না, তা জানতে রুলও জারি করা হয়েছে। দুই সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিবসহ ৫ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত ময়মনসিংহ মুক্তাগাছার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন- আ. রহিম মাস্টার, জামাল উদ্দিন, আব্দুস সালাম মুন্সী ও সুরুজ আলী ফকির। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করার পর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ভারতের উত্তর প্রদেশে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষের ওপর একটি চলন্ত ট্রাক উঠে যাওয়ার ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭ জন। মঙ্গলবার উত্তর প্রদেশের অযোধ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
পাবনা সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা ও গোয়েন্দা পুলিশ।
রাজধানীর সবুজবাগ থেকে ৩ লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরিরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট। সোমবার রাতে রাজধানীর সবুজবাগ থানার কমলাপুর স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে সরকারের সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিদ্যুৎ প্রকল্পে এখন থেকে বৈদেশিক ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নিজস্ব অর্থায়নে বিদ্যুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এ জন্য আর বৈদেশিক ঋণ নিতে চাই না।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ