
ডেস্ক: দারুস সালাম থানা নাশকতাসহ দায়ের করা ৯ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে (৬২) মৃত্যুদণ্ড এবং সাত জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সংখ্যাঘরিষ্ঠের মতে ভিত্তিতে এই রায় দেন।
২০১৭ সালের একুশে পদক প্রদানের লক্ষ্যে ভাষা আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক প্রদানের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার। আগামী ১ নভেম্বরের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
কথিত দানবীর রাগীব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে তার ছেলে-মেয়ে ও বাগানের মন্দিরের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার সকালে মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরু এই এই আদেশ দেন।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) দিনব্যাপী বই মেলার আয়োজন করেছে। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ আগস্ট বই মেলা অনুষ্ঠিত হবে।
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা ও সুরমা নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দেশের নদ-নদীর ৪টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৮টি স্থানে পানি বৃদ্ধি ও ৬৯টি স্থানে পানি হ্রাস পেয়েছে।
সৌদি আরবে কর্মহীন আঠারোশো বাংলাদেশি শ্রমিকের বিষয়ে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। সৌদি অর্থনীতিতে মন্দার জেরে হাজার হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাদের মধ্যে পাকিস্তান, ভারতীয়, ফিলিপিন্সসহ বাংলাদেশি শ্রমিকও রয়েছেন। অনেকে মাসের পর মাসে বেতন পাচ্ছেন না।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ