
ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর উভয়-পাড় ঘেঁষে তৈরি করা (সরকারি-বেসরকারি) দুই হাজার ১৮১টি অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার সাত দিনের মধ্যে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় স্থাপনা অপসারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য রায়ে বলা হয়েছে। আগামি ৯০ দিনের মধ্যে এসকল স্থাপনা সরানোর জন্য বলা হয়েছে।
বাড়িতে ভাই ভাই বিবাদ বাধতে পারে। কোন বড় আশা পূর্ণ হতে পারে। মামলার জন্য বাড়তি খরচ হতে পারে। বাড়িতে নতুন কোন অতিথি আসতে পারে। বাড়িতে ভ্রমণের আলোচনা।
আখাউড়া-আগরতলা নতুন রেলরুট নির্মাণসহ ১ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এর মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ৬৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে আসবে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা।
মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশা পার্কারের বিয়ে বুধবার। দাউদের বোন হাসিনার ছোট ছেলে আলিশা। বিয়ের অনুষ্ঠানটি যাতে মামা দাউদ পাকিস্তান থেকে স্কাইপে দেখতে পারেন সেজন্য ইতিমধ্যে সব আয়োজন শেষ করেছে পরিবারটি।
শহরের পাহাড়পুর এলাকার পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১১ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স কে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হল। যদিও ট্র্যাকে নেমেছিলেন পঞ্চম অলিম্পিক সোনা জয়ের আশা নিয়েই। জয়ের খুব কাছে এসেও নাটকীয়ভাবে হারতে হল তাকে। রিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার দৌড়ে ফেলিক্সকে হারিয়ে স্বর্ণপদক তুলে নিলেন শনাই মিলার।
রাজধানীর দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায় রিভিউতে বাতিল করে দিয়েছেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আশিয়ান সিটির করা রিভিউ আবেদন গ্রহণ করেন মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ এই রায় দেন।
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ফেসবুক হ্যাক করে অর্থ আদায় করা প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটি) ইউনিট। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আজাদ হোসেন।
এবার যুক্তরাষ্ট্রে অভিবাসী ও পর্যটক হিসেবে যাওয়া মুসলিমদের আদর্শিক পরীক্ষার দাবি জানিয়েছেন বিতর্কিত ব্যবসায়ী ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্নায়ুযুদ্ধকালীন সময়ের মতো আদর্শিক পরীক্ষা ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
পানির তৃষ্ণা পেলেই বোতলটা খুলেই ঢক ঢক করে খেয়ে নিলেন। কোথাও বাইরে যাচ্ছেন বা অফিসে, সঙ্গে একটা পানির বোতল থাকবেই। পথে-ঘাটে পানির তৃষ্ণা তো পেতেই পারে! বলতে গেলে গ্লাসে পানি খাওয়া রীতিতো প্রায় উঠেই গেছে। সুবিধার জন্য ঘরেও বোতলে পানি খাচ্ছেন কিন্তু জানেন কি এই প্লাস্টিকের বোতলের কত জীবাণু আপনার শরীরে ঢুকছে?
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে জয় দিয়ে শুরু করল চেলসি। শেষ সময়ে ডিয়েগো কস্তার গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় পায় চেলসি। দলের হয়ে অন্য গোলটি করেন এডেন হ্যাজার্ড। খেলার ৩০ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারতো চেলসি যদি ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আদ্রিয়ান দৃঢ়তার সাথে বল রুখে না দিতেন।
শেষ পর্যন্ত মারা গেছে ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় বুনো হাতি ‘বঙ্গ বাহাদুর’। মঙ্গলবার সকাল ৭টায় সরিষাবাড়ি উপজেলার কয়রা গ্রামের বাদা বিলে বঙ্গবাহাদুর মারা যায় বলে জানান হাতি উদ্ধারকারী দলের সদস্য ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক।
৫২ বছরে এই প্রথম কোনো অ্যাথলেট পরপর দুই অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জিতেছেন। রিও অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জিতেছেন কেনিয়ান অ্যাথলেট ডেভিড রুডিশা। ৮০০ মিটারের ইতিহাসে দ্রুততম আটটি দৌড়ের ছয়টিই তার। বর্তমান বিশ্ব ও অলিম্পিক রেকর্ডও তারই
রোমানিয়ার সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমান খানের বিয়ের গুজব কম ডাল-পালা মেলেনি। কিছুদিন আগে তো শোনা গেল যে, বছরের শেষে লুলিয়াকে বিয়ে করতে যাচ্ছেন ‘বজরঙ্গি ভাইজান’। এরপরই সালমান মুখ খুললেন, বিয়ে করলে সকলকে জানাবেন বলেন তিনি।
সম্পাদনা- সাইফুল ইসলাম