
ডেস্ক: উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন। যা গত বছর যথাক্রমে ৬৯ দশমিক ৬০ শতাংশ ও ৪২ হাজার ৮৯৪ জন ছিলো। গত বছরের তুলনায় এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৫ হাজার ৩৮২ জন।
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহতবাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকঞ্জির মরদেহ গ্রহণ করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় ঢাকার হযরত শাহজালাল (র.)আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস-এর একটি বিমানে নিহত ইমামের মরদেহ পৌঁছায়। এরপর তা গ্রহণ করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট দাখিলের জন্য আগামী ৯ অক্টোবর নতুন দিন ধার্য করেছে আদালত। বহুল আলোচিত এই হত্যা মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল বৃহস্পতিবার (১৮ আগস্ট)। তবে র্যাব চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।
রিও অলিম্পিক ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। অপর সেমিফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিক দেশ ব্রাজিলেরও। সোনার লড়াইয়ে এবার নেইমারদের মুখোমুখি হবে জার্মানি।
বর্তমানের এই অবৈধ সরকার বিএনপি নেতা কর্মীদের ধরে জঙ্গি বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তিনি বলেন, ‘সরকারের প্রত্যেকটি খাতে আজ দুর্নীতি, মুখে আবার বড় বড় কথা। কিন্তু মনে রাখতে হবে দুর্নীতির মাধ্যমে কখনো দেশের উন্নয়ন হয়না।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এর ভিত্তিতে এবার প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সবার চেয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম কলেজ। তবে, পিছিয়ে পডেছে শতকরা পাসের হার। এদিকে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিরোধ এবং অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ছয়মাসেরও বেশি সময় ধরে অস্থিরতা চলছে কলেজটি।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে জেএমবির নামে চিঠি পাঠিয়ে হুমকি দেয়ার ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়ারদার নিজেই এই চিঠি পাঠিয়ে প্রশাসনকে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছিলেন। বাস্তুহারা লীগের ঝিনাইদহ জেলা কমিটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সামনে থেকে জঙ্গি সন্দেহে সাদমান আবেদিন নামে ওই বিভাগের এক ছাত্রকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক রাশেদ তালুকদার আটকের খবর নিশ্চিত করেছেন।
আর্থিক প্রতারণার শিকার যে শুধু সাধারণ মানুষই হন তা নয়। আজকাল নায়িকারাও বাদ পড়ছেন না এ থেকে। সম্প্রতি ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। পুলিশ জানায়, নায়িকার ক্রেডিট কার্ড ক্লোন করে ১৫ আগস্ট তা থেকে প্রায় ৬ লাখ টাকা তুলে নেয়া হয়েছে।
জুলাই মাসে বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষী ও ভীতিমূলক টুইট অনেক বেড়েছে। ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলায় ৮৫ জনের বেশি মানুষের প্রাণহানির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসলাম বিদ্বেষী টুইট। জুলাই মাসে গড়ে প্রতিদিন বিশ্বব্যাপী ইংরেজি ভাষায় সাত হাজারের বেশি ইসলাম বিদ্বেষী টুইট করা হয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (মেট্রোরেল) অবকাঠামো নির্মাণ আগামী ০১ নভেম্বর থেকে শুরু হয়ে ২০১৮ সালের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিনিয়োগকারী থাই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আমাকে এ সময়ের মধ্যে প্রকল্প শেষ করার কথা জানিয়েছেন।’
বিএনপির নতুন স্থায়ী কমিটি ঘোষণার পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের বৈঠকে ডেকেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইনিংয়ের সদস্য শায়রুল কবির খান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে ১ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩৪২ ধারায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য থাকলেও তার অনুপস্থিতিতে সময়ের আবেদন জানান আইনজীবীরা।
টানা ছয় বছরের প্রেমের সম্পর্ক বিচ্ছেদের পর ভক্তদের কত হৃদয় ভাঙা প্রশ্নের উত্তর যে এড়িয়ে গেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয় পরস্পরকেও এড়িয়ে চলেছেন তারা। এমনকি বিচ্ছেদের বিষয় নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা।
সম্পাদনা: সাইফুল ইসলাম