
ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে তল্লাশি চালিয়ে ১৮ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে কয়েকজন নারী সদস্যও রয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ডিআইটি প্রজেক্টর ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত স্কুলটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি নয় আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নৌকাডুবির ঘটনায় রাবিতা (১২) ও ফাতেমা (১৪) নামে নিখোঁজ আরো দুই মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় তিনজনের লাশ পাওয়া গেল। শুক্রবার সকালে ছোট ফেনী নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগরী ও পটিয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে ফরহাদকে ডবলমুরিং এলাকা থেকে, এমরানকে কর্ণফুলী এলাকা থেকে ও আহমেদ রনিকে পটিয়ার দলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অলিম্পিক ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ অক্ষুন্ন রেখেছেন জ্যামাইকান সুপারস্টার উসাইন বোল্ট। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় রিওর নীল ট্র্যাকে আবারও দেখা গেল বোল্ট বিদ্যুত। ছয় নম্বর লেনে দৌড়ানো বোল্টের সঙ্গে পেরে উঠেননি কেউই। ১৯ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতলেন টানা তৃতীয় অলিম্পিক ২০০ মিটার স্বর্ণ।
দেশের খ্যাতিমান ঔপন্যাসিক, সাংবাদিক ও বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ মুক্তিযোদ্ধা জহির রায়হানের ৮১তম জন্মবার্ষিকী শুক্রবার। ১৯৩৫ সালের ১৯ আগস্ট আজকের এই দিনেই তিনি বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
সন্দেহভাজনদের আটক বা অভিযানে সহায়তার জন্য নিজস্ব বাহিনী এবং আসামীদের রাখতে হাজতখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নাট্যাচার্যের স্মৃতিধন্য নাট্যসংগঠন ‘ঢাকা থিয়েটার’, ‘গ্রাম থিয়েটার’, ‘সেলিম আল দীন ফাউন্ডেশন’ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করেছে তিন দিনব্যাপী সেলিম আল দীন উৎসব।
সাতক্ষীরার মুন্সিগঞ্জ সড়কের খানপুর মোড়ে ঢালাই মেশিন উল্টে আবু রায়হান (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে
জয়পুরহাট পুলিশ লাইনসের পুকুর থেকে শাহ আলম (৩২) নামে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সহকারি উপপরিদর্শকের (এএসআই) লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই সন্তানের জনক শাহ আলম পাবনার চাটমোহর চরনবিন গ্রামের জহির রায়হানের ছেলে।
মির্জাপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদনা- মাহতাব শফি