
ডেস্ক: জাসদ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে ‘কাদা ছোঁড়াছুড়ির’ বক্তব্য প্রদান করা থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছে সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে সম্প্রতি কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এ অনুরোধ করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিরুদ্ধে এবার জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশ লাখ নেতা-কর্মীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। সংসদের চলতি অধিবেশনে মঙ্গলবার সকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এই অভিযোগ তোলেন।
জনপ্রিয় প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইন কিনে নিয়েছে সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি ডলার মূল্যে লিঙ্কডইন’কে কিনে নেয় প্রযুক্তি দুনিয়ার এই জায়ান্ট। বিবিসি’র এক খবরে বলা হয়, লিঙ্কডইন’র প্রিমিয়াম শেয়ারের জন্য মাইক্রোসফটকে খরচ করতে হয়েছে এর মোট মূল্যের ৫০ শতাংশ। এতে প্রতিটি শেয়ারের মূল্য ১৯৬ ডলার।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আটক আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্য শীর্ষ নেতাদের নির্দেশে স্লিপার সেলের অর্থ সংগ্রহের জন্য ঢাকায় এসেছিলো বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মো.মনিরুল ইসলাম।
বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান, বিগবি অমিতাভ বচ্চনের মেয়ে সোয়েতা বচ্চন নান্দা এবং চকলেট বয় রণবীর কাপুর যুক্তরাজ্যে রয়েছেন। পরিচালক করণ জোহরের জন্মদিনে উপস্থিত থাকতেই সম্প্রতি সেখানে উড়াল দিয়েছেন তারা। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ব্রিটিশ রাজধানীতে গৌরি এবং রণবীর প্রায়ই একসঙ্গে কেনাকাটা করতে বের হয়েছেন।
ঈদ উপলক্ষে আগামী সপ্তাহের সোমবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন শ্যামলী পরিবহনের মালিক ও বাস ট্রাক ওনার্স অ্যসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ। মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য জানান।
দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের চতুর্থদিনে গত ২৪ ঘণ্টায় ২৬ জঙ্গিসহ ৩১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই