
ডেস্ক: রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুনের কারণে পুরো বসুন্ধরা সিটি ধোঁয়ায় আচ্ছন্ন। বিশেষ করে ছয় তলার বিভিন্ন জায়গা থেকে দুপুর দেড়টার আগ পর্যন্তও ধোঁয়া বেরোচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে প্রায় ৫ হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি (ডিটুকে)-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে দেওয়া সম্পদের নোটিশের হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার ৬৯ আসামিকে আটক করেছে পুলিশ। অভিযানের পর মাদকদ্রব্য সংক্রান্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অলিম্পিক গেমসে রেকর্ড পরিমান স্বর্ণপদক জিতে দৌড়বিদ উসাইন বোল্ট ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নিয়েছেন অমোচনীয় কালিতে। রবিবার এই ঐতিহাসিক অলিম্পিয়ানের ৩০ তম জন্মবার্ষিকী। ১৯৮৬ সালের ২১ আগস্ট জ্যামাইকার ছোট্ট শহর ট্রিলনি পারিশ’র শেরউড কনটেন্ট এলাকায় জন্মগ্রহণ করেন উসাইন বোল্ট।
১৯৮৩ সালে রাজশাহীর আবদুল্লাহ মামুন মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করতে পাড়ি জমান তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ায়। সেখানে বিয়ে করেন আনা রাশিয়ান নামের এক জিমন্যাষ্টকে এবং পাকাপোক্ত ভাবেই আবাস গড়েন রাশিয়ায়। ১লা নভেম্বর ১৯৯৫ সালে রাজধানী মস্কোতে এই দম্পতির কোলজুড়ে আসে এক কন্যা সন্তান মার্গারিটা মামুন। ডাক নাম রিটা।
সঞ্চারণশীল মেঘমালার কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে উপকূলীয় এলাকা ও দেশের অধিকাংশ স্থানে ভারী বর্ষণ ও পাহাড় ধসের পূর্বাভাষও জারি করা হয়েছে।
দুপুরে খাওয়ার পরেই কি ঘুম আসে চোখে? ব্যাপারটা এমনকি, যে বাড়িতে থাকলে দুপুরে ভাতঘুম ছাড়া ভাবতেই পারেন না। আর অফিসে লাঞ্চের পর কাজে মন দেওয়া তো প্রায় দুঃস্বপ্নের মতো। আধঘণ্টা দু’চোখের পাতা এক করলেই আবার ঝরঝরে। দিবানিদ্রার এই বদভ্যাসের জন্য সারা জীবন কথা শুনতে হয়েছে আপনাকে?
মিরপুর সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের কর্মী আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের মো. সফিউজ্জামান। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান।
সরকারি সিদ্ধান্ত মতে ভর্তি পরীক্ষার নম্বরের শর্ত পূরণ না করে ১৫৩ শিক্ষার্থীকে ভর্তি করায় ১০ বেসরকারি মেডিকেল কলেজকে ১ কোটি টাকা করে জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জরিমানার এই অর্থের অর্ধেক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিরল এক ঘটনায় এক রোগীর পেট থেকে অপারেশন করে ৪০টি ছুরি বের করেছেন ডাক্তাররা। ঘটনাটি ঘটেছে ভারতের অমৃতসরে। সেখানকার ৪২ বছর বয়সী কন্সটেবল জারনেইল সিং (ছদ্মনাম) পেটের ব্যথা ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
প্রায় ৩২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে কালিয়াকৈর চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার আগুন । রোববার সকাল পৌনে ৮টার দিকে কালিয়াকৈর, ঢাকা, জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিটের নিরলস চেষ্টায় আগুন সর্ম্পূণ নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সরকার সিরিজের ‘সরকার -৩’ সিনেমায় দেখা যাবে না অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে। পরিচালক রাম গোপাল ভার্মা এক টুইটার বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন। সরকার সিরেজের দ্বিতীয় সিনেমা ‘সরকার রাজ’-এ অভিনয় করেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। তবে কাহিনীর প্রয়োজনে পরবর্তী ছবিতে তারা থাকছেন না বলে জানিয়েছেন রাম গোপাল ভার্মা।
কবিতা মানুষের জীবনের গভীরস্থল থেকে যেমন উৎসরিত হয় তেমনি কবিকে তাড়িত করে তার নাগরিক জীবন, তার অবদমিত বাসনা, তার অধরা বিলাসী কামনা। আধুনিক কিংবা উত্তরাধুনিক কবিতা’র আমলে যাপিত জীবন বড্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কবিতার মঞ্চে। কবিতা একটা ঐতিহাসিক বিকাশের সিঁড়ি বেয়েই আমাদের দরবারে হাজিরা দিয়েছে।
সম্পাদনা: সাইফুল ইসলাম