
ডেস্ক: টার্গেট কিলিং ও জঙ্গি দমন করতেই সারাদেশে বিশেষ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র সৈকত থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে মুন্ডারডেইল সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালান উদ্ধার করা হয় বলে জানান বিজিবির-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু জার আল জাহিদ।
চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশারোহী নারী ও চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে দারুস সালাম মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইপিজেড থানার এএসআই খুরশীদ আলম। নিহতরা হলেন রাউজান উপজেলার নাতোয়ানবাগিচার মোহাম্মদ শফির ছেলে রিকশাচালক পারভেজ (১৮) ও ফিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা কোহিনূর (৪৫)।
ভারতের বিশেষ একটি আদালত গুজরাটের গুলবার্গ সোসাইটির হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত ২৪ জনের মধ্যে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার বিশেষ এসআইটি আদালতের বিচারক এই রায় প্রদান করেন। এর আগে ২ জুন গুলবার্গ সোসাইটির হত্যাকাণ্ডে ২৪ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত।
চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাউজান থেকে বাংলা ভাইয়ের সহযোগী ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন জুলফিকার আলী, আলাউদ্দিন রুবেল ও মুহিবুল আলম। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজাউল মাসুদ।
লেবার পার্টির সংসদ সদস্য জো কক্স নিহত হওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্রিটেনের থাকা না থাকা নিয়ে আসন্ন গণভোটের প্রচারণা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ইংল্যান্ডের উত্তরাঞ্চলের পশ্চিম ইয়র্কশায়ারে গুলি ও ছুরিকাঘাতে আহত হন জো কক্স। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ