
ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় তাহমিদ হাসিব খানের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
#চার বছর ধরে আলোচনার পর গত সপ্তাহে প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ও ফার্ক নেতা টিমোলিয়ন হিমেনেজ এ শান্তিচুক্তি স্বাক্ষর করেছিলেন। শান্তিচুক্তিটি বাস্তবায়নে দেশটির জনগণের সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু রোববার গণভোটের মাধ্যমে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার জনগণ।
#পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের একই পরিবারের তিন ভাইবোন। সোমবার সকালে জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তারা।
#অবশেষে ডাকাতের কবল থেকে মুক্ত হয়েছেন মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।প্যারিসের পুলিশ বিভাগ ডাকাতির এই বিষয় তদন্ত করছে।
#দেশের সকল স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ও ভর্তি ফি গ্রহণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না’ তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই ফি আদায়ের সঙ্গে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না’ রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
# ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিস আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন। ২০১৭ সালে বাংলাদেশ ও ভারত সফর প্রায় নিশ্চিত বলে রোববার ঘোষণা দেন তিনি। অবশ্য তার এ সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আবহাওয়া, সময় ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সফর চূড়ান্ত করা হবে।
#রাজধানীর সেগুনবাগিচায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের গাড়ি চুরি ও ছিনতাই প্রতিরোধ টিম।
#বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার অতিরিক্ত মূখ্য বিচারিক হামিক আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করা হয়।
#অবশেষে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বিতরণ। সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর দুটি সিটি কর্পোরেশন এলাকা ও কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলে বিতরণ শুরু হয় এই মেশিনে রিডেবল স্মার্টকার্ড।
#আইন প্রয়োগকারী সংস্থাসূমহের সহায়তায় দেশের প্রত্যেক আদালত অঙ্গন, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়।
গ্রন্থনা: এম.রেজাউল করিম, সম্পাদনা: মাহতাব শফি