
ডেস্ক: গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরীফুল ইসলাম শরীফ ওরফে হাদি (৩৫) বিজ্ঞান লেখক অভিজিৎ রায়সহ সাতটি হত্যাকান্ডের নেপথ্যে ছিল বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্মকমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান।
এবার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রাধা গোপিনাথ মন্দিরের পুরোহিত সেবা নন্দ দাসকে মোবাইলে ও চিঠিতে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকি পাওয়ার পর থেকে মন্দির ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই পুরোহিত। মন্দিরের কেউ তার খোঁজ জানেন না।
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্রের সামনে স্কুলছাত্রী কবিতা দাশকে হত্যার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি বিক্রম চন্দ্র সরকার (২৫) আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিক্রম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ মনিদাসের ছেলে।
‘আমি বরবরাই সালমান খানের একজন বড় ভক্ত এবং সালমানই বলিউডের আসল বডিবিল্ডার।’ সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান খান বিষয়ে এভাবেই অভিব্যক্তি ব্যক্ত করেন আমির খান! সালমানের বর্তমান ছবি ‘সুলতান’ নিয়েও কথা বলেছেন আমির। তিনি বলেছেন, ‘সুলতান’ ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কেননা, তার প্রত্যেকটি ছবি বিনোদনমূলক।
পাকিস্তানের কাছ থেকে ‘ন্যায্য হিস্যা’ আদায়ে বাংলাদেশের বর্তমান সরকার বদ্ধপরিকর। দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকগুলোতে বাংলাদেশের দেনা বা পাওনার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশে দিয়াবাড়ি খাল থেকে আরো ৩২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনও ছয়জন ডুবুরি তল্লাশি চালাচ্ছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে ওই খাল থেকে ম্যাগজিনগুলো উদ্ধার করা হয়।
বাবা দিবসে প্রায় প্রত্যেক পিতাই সন্তানদের কাছ থেকে উপহার পেয়ে থাকেন। ভারতের গুজরাট রাজ্যের হীরা ব্যবসায়ী মহেশ সাভানিও তার ব্যতিক্রম নন। তবে তিনি একটি দুটি কিংবা এক ডজন নয় বরং ৪৭২ জন সন্তানের কাছ থেকে উপহার পেয়েছেন। এদের সকলেই কন্যা সন্তান এবং বিবাহিত। প্রত্যেক কন্যাই তাদের এই মহান পিতাকে বাবা দিবসের শুভেচ্ছা জানাতে দ্বিধা করেননি।
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলী সুপ্রিমকোর্টের আপিলের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এই আবেদন জমা দেন। রিভিউতে ৬৮ পৃষ্ঠার আবেদনে ১৪টি যুক্তি দেখিয়ে তারা মীর কাসেমকে ফাঁসির দণ্ড থেকে অব্যাহতি চেয়ে রিভিউ আবেদনটি দাখিল করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই