
ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের যথেষ্ট স্বাধীনতা আছে। যারা বিশ্বের কাছে বলে বেড়ান বাংলাদেশে সাংবাদিকতায় স্বাধীনতা নেই তাদেরকে বলতে চাই যদি স্বাধীনতা নাই থাকত তাহলে সাংবাদিকরা এমন কথা বলার স্বাধীনতা কোথায় পেতো। স্বাধীনতা আছে বলেই তারা এসব কথা বলতে পারছে।’ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
# আওয়ামী লীগের ২০তম সম্মেলনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। আর মাত্র একদিন পরই শুরু হবে ক্ষমতাসীন দলের দুদিনের কাউন্সিল, যেখানে দেশের বাইরে থেকে আসা প্রায় ৫শ’কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবেন। থাকবেন ১১টি দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা। আর তাই সম্মেলনকে ঘিরে পুরো রাজধানীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। `উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’- স্লোগানে আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
# ছাত্রলীগ-যুবলীগ খুব বেশি খারাপ না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের অডিটোরিয়ামে বৃহস্পতিবার আয়োজিত এক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা জানান।
# রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
# ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার পদে একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
# রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টি চক্রের ১৭ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
# রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের দুই ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় লুৎফর রহমান বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি