
ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ২৮৮টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বি ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন ২১৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।
# মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সবচেয়ে শক্তিশালী করার কথা আবারো জোর গলায় জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের ট্রাম্প। অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে আবারও প্রভাবশালী করার ডাক দেয়া ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন মার্কিনরা।
# জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক কোন কর্তৃত্ববলে এবং কি কারণে চেয়ারম্যান পদে বহাল আছেন তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। বুধবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে বলে নিউজনেক্সটবিডি ডটকমকে জানিয়েছেন তিনি নিজে। এ বিষয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
# সাত নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলে আওয়ামী লীগের ব্যর্থতা, অসত্য, পাপ বেরিয়ে আসবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিনিতে বিপ্লব ও সংহতি দিসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
# কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনায় দায়ের করা মামলা ডিবিতে (গোয়েন্দা পুলিশ) হস্তান্তর করা হয়েছে। বুধবার মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
# আমেরিকার সদ্য-নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
# অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলেকে আত্মসর্পন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
# সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাচ্চু মিয়া (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার ভোরে ভারতীয় সীমানা অতিক্রম করলে এই গুলির ঘটনা ঘটে।
# সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় (জিআর ১৬২/১৬) আদালত থেকে জামিন নিয়েছেন সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলন।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি