
ডেস্ক: গাজীপুরের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে খালাস করে দেয়া হাইকোর্টের রায় ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে উক্ত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিদিনই দেখছি ক্রসফায়ারে জঙ্গি নিহত হচ্ছে। ক্রসফায়ারে জঙ্গি সমস্যার সমাধান নয়; বরং আমরা লক্ষ্য করি আইনশৃঙ্খলা বাহিনী তাদের দুর্বলতা ও ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৯৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ টাকা।
পশ্চিম তীরের কাছে বাইত উর এবং বাইত সিরা গ্রামের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার ভোরে ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত ও অপর দু’জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে একথা জানান।
পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত ‘জঙ্গি’ শরীফুল ওরফে মুকুল রানা এবং ফাহিম দুজনেই নিখোঁজ ছিলেন। গণমাধ্যমকে এমনটা জানিয়ে তাদের পরিবারের সদস্যরা দাবি করেছেন তারা দুজনেই ‘মেধাবী ছাত্র’ ছিলেন। তবে কবে বা কি করে তারা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হন, তা জানে না তাদের অভিভাবকরা।
কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কমলপুরে আসমত কলেজের সামনে পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুলিস্তানে পরিবহন শ্রমিকদের একটি কার্যালয় দখল নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর সায়েদাবাদ আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা মঙ্গলবার ভোর ৬টা থেকেই বাসের জন্য অপেক্ষা করছেন। বাস কখন চলবে, কেউ বলতে পারছেন না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালিসহ ওই অঞ্চলের যাত্রীরা।
পার্বতীপুরে মোঃ মোকছেদ আলী (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ২টায় উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুস সাত্তার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ