সংবাদ সংক্ষেপ: বিকেল ৩টা

ডেস্ক: রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে রোববার মায়ানমার অভিমুখে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র লংমার্চ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
- নিরপেক্ষ সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন সহ ১৩ দফা দাবি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপি। রোববার বিকাল ৪টা ৩০মিনিটে বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছে রাষ্ট্রপতি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের সিনিয়র নেতাদের ১৩ জনের একটি দল বিকাল ৩টায় বঙ্গভবনের উদ্দ্যেশে রওনা হবেন।
- অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে রোববার সকাল ১০টার ফ্লাইটে সিডনি থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে স্থানীয় সময় বিকেল ৪টায় অকল্যান্ডে অবতরণ করেছে টাইগাররা। সড়কপথে বাংলাদেশ দল এখন আছে ওয়াঙ্গেরির পথে।
- সালিশ মানি তবে তাল গাছ অামার এমন নীতি যদি বিএনপির থাকে তাহলে কোন সংলাপই সফল হবে না বলে মন্তব্য করেছেন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অায়োজিত মহান বিজয় দিবসের অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনা তদন্তে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের কাছে ওই প্রতিবেদন জমা দেয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
- সেনাবাহিনীকে উসকানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পাচ্ছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
- সরকার দলীয় ক্যাডার দ্বারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট লুটের ব্যবস্থা করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কবি মাহবুবুল হক শাকিলের প্রয়াণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। রোববার বিকেল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সভার আয়োজন করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। সহযোগিতায় রয়েছে বাংলা একাডেমি।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি