সংবাদ সংক্ষেপ: বিকেল ৩টা

ডেস্ক: আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রে বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে দুটি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের যৌথসভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচির ঘোষণা দেন।
- বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতি ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
- জানুয়ারি মাস থেকে বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পরিবারের নিকটতম সদস্যদের ট্যুরিস্ট ভিসা আবেদনপত্র জমা দিতে অ্যাপয়েন্টমেন্ট তারিখ বা ই-টোকেন লাগবে না। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে আইভিএসি উত্তরা, সেক্টর-৭, সড়ক-১৮, বাড়ি-৫৬, উত্তরা, ঢাকা-১২৩০ ঠিকানায় ই-টোকেন ছাড়াই তারা আবেদনপত্র জমা দিতে পারবেন।
- ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্তস্থানে কোন অনুষ্ঠান করা যাবে না। তবে হোটেল, রেস্তোরা বা বাসার ভেতরে কেউ যদি অনুষ্ঠান করতে চান তাহলে ডিএমপির অনুমতি সাপেক্ষে তা করা যাবে।’বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
- নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের জন্য সহজ লক্ষ্য পেলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটিতে হেরে গেছে বাংলাদেশ। মিডঅর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে সব উইকেট হারিয়ে ২৫২ রানের লক্ষ্যে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করতে পারে ১৮৪ রান। ফলে তাদের ৬৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সফরকারী দলকে।
- ঢাকা-ঈশ্বরদী রেলপথের মুলাঢুলি মাঝগ্রাম থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার বেলা ১২টায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ২৮টি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর গণভবনে জেএসসি- জেডিসি’র ফলাফল হস্তান্তরের পর এর আংশিক তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এসময় এ তথ্য জানান তিনি।
- চীনের শিনজিয়াংয়ে একটি ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেল ৫টার দিকে কারাকাক্স কাউন্টিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি