
ডেস্ক: পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার তদন্তে তথ্যগত উন্নতি থাকলেও এখনো মূল জায়গায় যাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার। মিতু হত্যার তদন্ত বিষয়ে মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে পুলিশের একটি বাস লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ভেজনেসিলার এলাকার ব্যস্ততম সড়ক দিয়ে পুলিশ বাসটি যাওয়ার সময় রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এখনো পর্যন্ত কোন সংগঠন এই বোমা হামলার দায় স্বীকার করেনি।
মানসম্পন্ন ওষুধ উৎপাদনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় ২০টি ওষুধ কোম্পানির সকল ধরনের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ১৪টি অ্যান্টিবায়োটিক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসকল কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের ক্ষেত্রে স্বাস্থ্যসচিব যে ব্যবস্থা নেবেন তা বাস্তবায়নে পুলিশের আইজি ও র্যাবের মহাপরিচালককে আইনি সহায়তা দিতে বলা হয়েছে। এছাড়া এসব কোম্পানির লাইসেন্স বাতিলে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে না- এই মর্মে রুল জারি করা হয়েছে।
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই জেএমবি সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যা ও বগুড়ার শিয়া মসজিদে হামলায় সরাসরি অংশ নিয়েছিলো বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটি) প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।
জাল টাকাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে সঠিক আইনে মামলা না করার কারণে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কারণ দর্শানোর রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে হাটহাজারী থানার তখনকার ওসি ও চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা (তদন্তকারী) শাহাদাত হোসেন খানকে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জড়িতদের রেহাই দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে সৌদি আরবের মদিনায় হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে অনিয়মের কথা স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় সংসদে মঙ্গলবার তিনি বলেছেন, `এখানে অনেক দোষ-ত্রুটি হয়েছে বটে। কিছু কিছু ক্ষেত্রে লুটপাট হয়েছে। ফরাজী সাহেবের (রুস্তম আলী ফরাজী) সাথে আমিও বলতে চাই, পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে।’
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মামলার প্রধান আসামি খালেদা জিয়াসহ আসামীদের পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জ গঠন সংক্রান্ত বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেন আদালত।মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ এম আমিনুল ইসলাম শুনানির জন্য নতুন এই তারিখ ঠিক করে আদেশ দেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই