সংবাদ সংক্ষেপ: বেলা ৩টা

ডেস্ক: শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় দায়ের জিডির ভিত্তিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ৪ আগস্টের মধ্যে প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ নিয়েছেন হাইকোর্ট।
- বিএনপিকে নির্মূল করতেই সব হত্যাকাণ্ডের দায় চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
- মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে এখনো কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘ভবিষ্যতে শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।’
- রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়েছে।
- আশুলিয়ার একটি পোশাক কারখানা থেকে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার সকালে ঘোষবাগ এলাকার সোনিয়া সোয়েটার কারখানার পঞ্চম তলায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
- সীতাকুণ্ডের বার আউলিয়ায় মাহিন এন্টারপ্রাইজ নামে একটি জাহাজ থেকে নামার সময় চেইন ছিড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নিউজনেক্সটবিডি ডটকমকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ।
- চট্টগ্রাম ইপিজেড থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআই এর নাম রুপম চন্দ্র নাথ(৩২)। তিনি ইপিজেড থানায় কর্মরত ছিলেন, তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
- নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন জানিয়েছেন সবচেয়ে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকেই ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বিবেচনা করবেন তিনি।
- ডোপ টেস্টে ব্যর্থ রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভাকে টেনিস কোর্টে ২ বছরের জন্য নিষিদ্ধ করা সত্ত্বেও তার স্পনসরশিপ অব্যাহত রাখবে বলে জানিয়েছে নাইকি।
- ইসরাইলের রাজধানী তেল আবিবে একটি জনপ্রিয় উন্মুক্ত শপিং সেন্টার ও হোটেলে হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৬ জন। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে দুইজন ফিলিস্তিনি অস্ত্রধারী হামলা করে হতাহতের ঘটনাটি ঘটায়। দুটি ভিন্ন স্থানে হামলা দুটি করা হয় বলে জানিয়েছে ইসরাইল।
- ধারাবাহিক গুপ্তহত্যা বা ‘সিরিয়াল টার্গেট কিলিং’ ঠেকাতে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে ‘ক্র্যাকডাউন’ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উগ্রপন্থিদের প্রতিহত করতে ইতিমধ্যেই প্রশাসনকে সর্ব্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
- সীমানা পিলার বসানোয় ‘সেঞ্চুরী’ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। দেশের আন্তর্জাতিক সীমান্তে বিগত তিন অর্থবছরে ১০০টি পিলার বসানো হয়েছে। এরমধ্যে ভারত সীমান্তে রয়েছে ৪৮টি এবং মায়ানমার সীমান্তে ৫২ টি পিলার। সরকার জানিয়েছে, দেশ দুটির সাথে যৌথভাবে পিলারগুলো নির্মাণ করা হয়েছে। সাম্প্রতিক এক সরকারি প্রকাশনায় বাংলাদেশ জরিপ অধিদপ্তর সম্পর্কিত অনুচ্ছেদে এমন তথ্য পাওয়া গেছে।
- সমুদ্র গবেষণার জন্য বাংলাদেশকে জাহাজ কিনে দেবে ফ্রান্স। ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ্যবার্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বুধবার এমন আশ্বাস দিয়েছেন। সংবাদ সরকারি তথ্য বিবরণীর।
- বছরের অন্য সব মাসের চেয়ে রমজান মাসের সময়টায় প্রতিদিনের অনেক অভ্যাস-ই বদলে যায়। তার মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন আসে খাদ্যাভ্যাস ও তার সময় সূচিতে। কখনো কখনো এই পরিবর্তিত নিয়মের কারণে নানা ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি