সংবাদ সংক্ষেপ: বেলা ৩টা

ডেস্ক: কিংবদন্তি বক্সার ও সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী আর নেই। ৭৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের সেরা বক্সার ও পৃথিবীর সবচেয়ে বেশি পরিচিত এই ক্রিড়াবিদ।
- ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সাড়ে ৪শ বাস চলাচল করবে। জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
- সৌদি আরব পৌঁছে পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাসহ অন্য সফর সঙ্গীরা।
- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংঘর্ষমূলক আচরণ দুঃখজনক। মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
- সারাদেশে চলমান ইউপি নির্বাচনে বিভিন্নস্থানে ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীদের এজেন্ট’কে বের করে দেয়া হয়েছে। পরে ক্ষমতাসীনরা প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে বলে অভিযোগ করেছে বিএনপি।
- কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার দুপুরের দিকে শ্রীমঙ্গলের রানকিচড় এলাকায় দেবে যাওয়া রেলসেতুটি মেরামত শেষে রেল যোগাযোগ আবারো স্বাভাবিক হয়েছে।
- ফেনী’র সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে ভোটকেন্দ্র দখল করা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চরভৈরব হাজী তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিউজনেক্সটবিডি ডটকম/ ওয়াইএ/এসআই