সংবাদ সংক্ষেপ: মধ্যরাত

ঢাকা: চিফ জাস্টিস, জজ এবং আইনজীবীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বিচার যদি করতে হয় তাহলে হাসিনারও বিচার করতে হবে।’ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
- চাকরি না ছাড়লে বাংলাদেশের পুলিশ, আর্মি এবং গোয়েন্দা কর্মকর্তাদের জবাই করার হুমকী দিয়েছে আইএসআইএস (ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া)। তাদের মুখপাত্র হিসেবে পরিচিত ম্যাগাজিন দাবিক প্রকাশিত এক সাক্ষাতকারে এমন হুমকী দিয়েছেন শেখ আবু ইব্রাহিম আল হানিফ নামের এক ব্যক্তি।
- বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধ করার উদ্যোগ চায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ লক্ষ্যে মন্ত্রণালয়কে বিদেশে কর্মরতদের ‘আর্নার্স কার্ড’দিতে বলা হয়েছে। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার কমিটির ১২তম বৈঠকে এ বিষয়ক সুপারিশ করা হয়। একইসঙ্গে সকল প্রবাসী কর্মীকে বাধ্যতামূলকভাবে বীমার আওতায় আনারও সুপারিশ করা হয়েছে।
- যুব, নারীদের জন্য আলাদা অধিদফতর থাকলে শিশুদের জন্য কেন নয়? –এমন প্রশ্ন উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘শিশুদের জন্য আলাদা অধিদফতর চাওয়া কোনো অতিরিক্ত চাওয়া নয়।’
- আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিবর্তন আসছে। যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদকের মতো পদ গঠনতন্ত্রে সংখ্যাবৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপকমিটির সভায় উপকমিটির আহ্বায়ক ও দলের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
- রমজান মাসে গুলিস্তানসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার রাস্তায় হকারদের বসা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি জানান, রজমানে রাজধানীর যানজট পরিস্থিতির উন্নতির লক্ষ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। আগামী ঈদের পর হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বিকল্প জায়গায় ব্যবসার সুযোগ পাবেন তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস