সংবাদ সংক্ষেপ: মধ্যরাত

ঢাকা: আওয়ামী লীগের লোকজন গুপ্তহত্যা চালিয়ে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের ওপর দোষ চাপাচ্ছে অভিযোগ করে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এগুলো আওয়ামী লীগের লোকজনই করছে। এ কারণেই শেখ হাসিনা বলেছেন তিনি জানেন এসব কারা করছে। কারণ তার দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত।’
- বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল দাবি করেছেন, আইএস ইস্যুতে (ইসলামিক এস্টেট) তার সাথে একমত হয়েছে যুক্তরোষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এ ব্যাপারে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিনিও এ কথা স্বীকার করেছেন যে, বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই। আমাদের সঙ্গে একমত হয়েছেন।’
- জেলার কাঁচপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কামরুল নামে পুলিশের এক এসআইসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।সোনারগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত ৮টায় কাঁচপুর ব্রিজের পাশে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
- শত কোটি টাকা পাচারের অভিযোগে এসএন ডিজাইন লিমিটেডের মালিক শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মতিঝিল থানায় এ মামলাটি করা হয়। ২০১৫ সালে পাস হওয়া এ আইনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এটাই প্রথম ফৌজদারি মামলা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার বুধবার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন।
- কিশোরীদের পড়াশোনার পাশাপাশি মহিলাদের ঘরের কাজে মনোসংযোগ সম্পূর্ণ নষ্ট করে দেয় মোবাইল। তাই ‘নষ্টামি’ রুখতে গ্রামের অবিবাহিত সকল তরুণীর ক্ষেত্রেই মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের গুজরাটের মেহসানা-র সূর্য নামের এক গ্রামে সম্প্রতি গ্রামসভা এমনই নিয়ম জারি করে।
- জেলার সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল ৫টার দিকে গণিত বিভাগের ওই প্রভাষকের কলেজ গেট এলাকার বাসায় হামলা চালায় দুর্বত্তরা।
- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত নতুন ৭২ কিলোমিটার রেল লাইন নির্মাণে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রেল রুটের পুরোটা ডাবল লাইনে রূপান্তরিত করতে এই কাজ হাতে নেয়া হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস