সংবাদ সংক্ষেপ: রাত নয়টা

ঢাকা: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সিংহাসনে আরোহনের পর এটাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সৌদি আরব সফর।
- বাশঁখালীতে সংসদ সদস্য (এমপি) মুস্তাফিজুর রহমান কর্তৃক নির্বাচন কর্মকর্তাকে প্রহারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে বাঁশখালী থানায় দায়ের হওয়া এই মামলার বাদি একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। মামলা দায়েরের পর বাঁশখালীতে উত্তেজনা বিরাজ করছে।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আরোগ্য কামনা করে ফুল পাঠিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানায়, শরীফের প্রতি এক বার্তায় মোদি লিখেন, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দ্রুত আরোগ্য লাভের উদ্দেশ্যে শুভ কামনা।’ এছাড়া তিনি পাক প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে ফুল পাঠান।
- ভারতের উত্তর প্রদেশের মথুরা শহরে পুলিশের সঙ্গে জবর দখলকারী একটি গ্রুপের সদস্যদের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত এবং ৪০ জন আহত হন। বৃহস্পতিবার বিকেল ৫ টায় আদালতের নির্দেশ অনুযায়ী, পুলিশের একটি টিম মথুরার বৃহত্তম জওহর বাগ পার্ক উচ্ছেদ অভিযানে যান।
- টানা বর্ষণের ফলে ভয়াবহ বন্যার আশঙ্কায় প্যারিস। তাই সেইন নদীর তীর ঘেষা ল্যুভর মিউজিয়াম দর্শনার্থীদের জন্য শুক্রবার বন্ধ আছে। বৃহস্পতিবার বিকেলে সেইন নদীর উচ্চতা পাঁচ মিটার ছাড়িয়ে গেলে মিউজিয়ামটি বন্ধ ঘোষণা করা হয়।
- বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলি শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার আলির পরিবারের মুখপাত্র বব গানেল এক বিবৃতিতে খবরটি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, ডাক্তাররা আশা করছেন খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করবেন।
- হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউডের দুই প্রভাবশালী ‘খান’ শাহরুখ ও সালমানের বিরুদ্ধে মামলা করলেন দিল্লীর এক উকিল। অ্যাডভোকেট গৌরব গুলাতি এমন অভিযোগ এনে দিল্লির আদালতে মামলাটি দায়ের করেন। বলিউডের এ দুই সুপারস্টারের বিরুদ্ধে আনা অভিযোগটি আদালত আমলে নিয়েছে বলেও জানা গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস