
ঢাকা: অর্থ পাচারের অভিযোগে মানিলন্ডারিং আইনে করা মামলায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদকের)করা আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যেকোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে ঠিক করেছন আদালত। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের আপিলের রায়ও ঘোষণা করা হবে।
# আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, হাইকোর্ট বিভাগে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৩০৩টি। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
# পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা ও কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা এবং সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুন মাসের পেনশনের অর্থ ২৬ জুন তারিখে প্রদান করা হবে।
# আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২২৫ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার বাজুসের পক্ষ থেকে জানানো হয় শনিবার থেকে এ নতুন দর কার্যকর হবে। সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনার দাম বাড়ানো হয়েছে। ভবিষ্যতে দাম আরো বাড়তে পারে।
# জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বেগম খালেদা জিয়ার দুটি আবেদন খারিজের বিরুদ্ধে আপিল শুনানি ১ আগস্ট। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মির্জা হোসেইন হায়দার শুনানির জন্য এ দিন ঠিক করেন বলে সাংবাদিকদের জানান ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
# দুই ভূবনের দুই তারকা। একজন চলচ্চিত্র জগতের কিং অন্যজন ক্রিকেট দুনিয়ার অলরাউন্ডার। কেউ যেন কারো থেকে কম নয় নিজ নিজ জায়গায়। আর এই দুই ভূবনের দুই তারকা এক হচ্ছেন একই সঙ্গে একই মঞ্চে। বিভিন্ন সময় এক সাথে এই দুই তারকা এক সঙ্গে হলেও এইবারই প্রথম তারা একসঙ্গে অংশ নিলেন ঈদের একটি টিভি অনুষ্ঠানে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই