
ঢাকা: সাত নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে সন্ধ্যা এমনকি গভির রাত পর্যন্ত এ ভিড় চলতে থাকে। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলের কার্যালয়ের সামনে শো-ডাউন দিতে ব্যস্ত সময় পার করছে।
# ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজানে হামলাটা ছিল আকস্মিক, এ ধরণের হামলা ঠেকাতে কোন পূর্ব পরিকল্পনা ছিল না। তবু আমরা সেই পরিস্থিতির মোকাবেলা করতে পেরেছি।’
# ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের চারটি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হলেও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নয় জনের নাম সুপারিশ করা হয়েছে।
# ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন রাস্তা, ফুটপাত, সড়কদ্বীপ, রোড ডিভাইডারে লাগানো ব্যানার-ফেস্টুন তাৎক্ষণিক অপসারণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
# মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে পদত্যাগ করেছেন আবদুর রহমান হাওলাদার।
# ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে নিজের নামটা ভালো ভাবেই জানান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দেশকে এত বড় গৌরব এনে দিলেন যিনি, তার পরিবারের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
# ঢাকাই সিনেমায় নতুন মুখ আসা নতুন কোনো বিষয় না। প্রতিনিয়তই চলচ্চিত্রে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে এইসব নতুন শিল্পীরা। ইন্ডাস্ট্রিতে এসেই নিজেদের অবস্থান দৃঢ় করতে উঠে পড়ে লেগে যায়। কেউ ঝড়ে পড়ে আবার কেউ টিকে থাকেন। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। আর সেই ধারাবাহিকতার আবারো মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইফতেখার’ চলচ্চিত্রে চুক্তি বদ্ধহলেন রিপন গাজী।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ