
ঢাকা: রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশে দিয়াবাড়ি খালে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের উপ-কমিশনার বিধান ত্রিপুরা এবং তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
# গুপ্ত হত্যাকারীদের ব্যাপারে সাংবাদিকদের সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে দেশে গুপ্তহত্যা চালানো হচ্ছে। তাই এর বিরুদ্ধে দেশবাসী ও সাংবাদিকদের সোচ্চার হতে হবে। যাদের চরিত্র মানুষ হত্যা করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
# প্রকৃত অপরাধীদের আড়াল করতেই ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, অপরাধী ধরা পড়লো অথচ রিমান্ডে থাকা অবস্থায় ক্রসফায়ারে হত্যা করা হলো। কেন এগুলো করা হচ্ছে? কারণ আটককৃতরা এমন তথ্য দেয় যার সঙ্গে সরকার জড়িয়ে যায়। তাই ক্রসফায়ার। শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
# রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে রোববার ঢাকার মাংস ব্যবসায়ীরা ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
# বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিভিন্ন সময় এই সঙ্গীত শিল্পী তার দুই ছেলের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। তবে এইবার তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর সাথে ছবি পোস্ট করার কারণ ভিন্ন। তার ছোট ছেলে নিয়ে এবারই প্রথমবার টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন তিনি। রোববার বাবা দিবস উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজন করা হয়েছে বিশেষ লাইভ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই প্রথমবারের মতো দেখা যাবে পিতা-পুত্রের জমপেশ আড্ডা।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই