
ঢাকা: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২৪ জেএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সাত শিক্ষার্থীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের উপর গাও গ্রামে এ ঘটনা ঘটে।
# নগরবাসীর ডাটা এন্ট্রি করায় এখন কোন জঙ্গি ঢাকা শহরে বসবাস করতে পারছে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।
# অক্টোবর মাসের শেষে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে বক্তৃতা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম ১০০ দিনে কি করবেন সে বিষয়ে একটি পরিকল্পনা পেশ করেন। এই পরিকল্পনার রূপরেখায় তিনটি বিষয়কে প্রধান্য দিয়েছেন তিনি।
# ‘বিপ্লব ও সংহতি দিবস’কে কেন্দ্র করে সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পেলেও তা প্রত্যাখ্যান করে বিএনপি। তবে এখন দলটির ভাবনায় আবারো ঘুরপাক খাচ্ছে সমাবেশ।
# নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর গুলশান থানায় দায়ের করা সেনা বিদ্রোহে উসকানি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে অন্য একটি মামলায় তার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিত হওয়ার পর এখন সর্বোচ্চ আদালতে তা শুনানির জন্য অপেক্ষায় থাকায় এখনই মান্না কারামুক্তি পাচ্ছেন না বলে তার আইনজীবী জানিয়েছেন।
# তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজের সঙ্গে বার্সেলোনার চুক্তি বাড়ানো নিয়ে আলাপ-আলোচনা চলছে বলে জানা গেছে। ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি ভালোভাবেই এগুচ্ছে বলে নিশ্চিত করেছেন সুয়ারেজ নিজেও। বড় পরিসরের চূক্তিই হতে পারে বলে জানিয়েছেন এই উরুগুয়ান ফুটবলার। সব কিছু ঠিক থাকলে ২০২১ পর্যন্ত কাতালান দলটির সাথে চুক্তিতে আবদ্ধ হবেন সুয়ারেজ; শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু ডকুমেন্টারী ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৬।সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে দুই দিনের এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ নভেম্বর ‘বঙ্গবন্ধু ডকুমেন্টারী ফিল্ম ফেস্টিভ্যাল- ২০১৬’অনুষ্ঠিত হবে।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ