
ঢাকা: ‘পার্টি অফিসে যার সঙ্গে ধাক্কা লাগে, সেই বলে আমি আওয়ামী লীগে সহ-সম্পাদক।সহ-সম্পাদক যেভাবে ব্যাঙের ছাতার মতো বেড়ে গেছে, এতে কারও মর্যাদা নেই।’
# ধর্মীয় সহিংসতা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেছেন, ‘সাঁওতাল অধিবাসীদের ওপর যে হামলা চালানো হয়েছে, ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে; তারা অত্যন্ত গরিব সম্প্রদায়ের। আমি আশা রাখবো, যারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীতে আছেন তারা একটু সচেতন হবেন। তাহলে এই ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। ধর্মীয় উপাসনালয়ে যাতে কোনো আঘাত না আসে আপনারা দুই মেয়রও সেদিকে খেয়াল রাখবেন।’
# আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বলেছেন, ‘দল করলে দলের নিয়ম মানতে হবে। শৃংখলা মেনে চলতে হবে। না হলে কাউকে ছাড়া দেওয়া হবেনা। দলে হাইব্রীড, মৌসুমী ও অনুপ্রবেশকারীদের কেন স্থান হবেনা।’
# বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
# অধ্যাপনা থেকে একসঙ্গে অবসরে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিবেদিত প্রাণ ৪২ জন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ কর্মজীবন সফলভাবে সম্পন্ন করে তারা তাদের কর্মজীবনের ইতি টানলেন।
# আসন্ন নিউজিল্যান্ড এবং মৌসুমের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে অবসরের চিন্তা করবেন বলে জানিয়েছেন পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ