
ঢাকা: রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশে দিয়াবাড়ি খাল থেকে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যাপারে শিরোনামের ওই তথ্য দিয়েছেন খোদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এ ধরনের অস্ত্র পুলিশই ব্যবহার করে থাকে। তবে পুলিশের ব্যবহৃত অস্ত্রে নির্মাণকারী দেশের নাম লেখা থাকে। উদ্ধারকৃত অস্ত্রে কোনো দেশের নাম ছিল না। অস্ত্রগুলো একেবারই আনইউজড এবং নতুন। এগুলো কোথায় তৈরি হয়েছে- তাও লেখা নেই। কোনো লট নম্বরও নেই। ঢাকার বাইরে থেকে এগুলো আসতে পারে।’
# ফের সেনা সদস্যদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কুমিল্লা সেনানিবাসে নিহত সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম। তিনি বলেছেন, ‘আগে যদি জানতাম মাইরে ফেলাইবে আমার মেয়েরে, তাইলে তো যাইতে দিতাম না। সেনাগো লগে অনুষ্ঠান করে নাই বইলেই আমার মেয়েরে মেরে ফেলছে।’
# জাতীয় সংসদের সদস্যরা প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন। এমনটাই জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সোমবার জাতীয় সংসদে বাজেটে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আলোচনাকালে মন্ত্রী বলেন, যেসব সংসদ সদস্য জমি চাইছেন, ’তারা জমি না নিয়ে এই সুযোগ গ্রহণ করুন, অ্যাপার্টমেন্ট নিন।’ তার এই প্রস্তাবে ‘নো নো’ বলে সমস্বরে প্রতিবাদ করেন উপস্থিত সংসদ সদস্যরা। তারা প্লট দাবি করেন।
# সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে অবকাশকালে বিচারাধীন মামলা পরিচালনার জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে। তিনি আপিল বিভাগের চেম্বার জজ কোর্টে ২১ ও ২৮ জুন এবং ১০ জুলাই সকাল ১০ টা থেকে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।
# প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। রাজধানীর আদালতগুলোকে দুর্নীতিমুক্ত করে নগরীর বাইরের আদালতগুলোর কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হবে। সোমবার সকালে নগরীর পুরান ঢাকার জর্জকোর্টে আকস্মিক সফর শেষে ঢাকা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে বিচারক ও আইনজীবীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
# জলসীমা দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমার ছেড়ে আসা শরণার্থীদের ৯৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। কোস্ট গার্ডের মাধ্যমে গত তিন বছরে ‘পুশব্যাক’করা এসব নৌকায় এক হাজার ৭৪৮ জন শরণার্থী ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই