
ঢাকা: মেগা প্রকল্প বিশেষ করে পদ্মা সেতুতে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের সভেরিন বন্ড ইস্যু করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
# মিয়নমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী পরিচালিত নির্মম হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা(ওআইসি)।
# নয় অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার। এদের বিভিন্ন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
# বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
# যারা স্বাধীনতার চেতনার কথা বলে তারাই স্বাধীনতার চেতনাকে বিকৃত করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
# ঘরের মাটিতে না পারলেও নেপালে চমক দেখাচ্ছেন শাটলাররা। অপরার সৌন্দর্য্যরে লীলাভূমি নেপালে শুরু হওয়া ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এলিনা-শাপলারা। আজ মহিলা দ্বৈতে এলিনা ও শাপলা, মিশ্র দ্বৈতে এলিনা ও সালমান এবং এনাম ও শাপলা জুটি শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে পুরুষ একক ও দ্বৈত বিভাগের খেলায় হতাশা উপহার দিয়েছেন সালমান-তুষাররা।
# সংবাদ পাঠিকা ফারজানা করিম। অন্যদিকে তার আরো কিছু পরিচয় রয়েছে। তিনি একই সঙ্গে মঞ্চকর্মী ও আবৃত্তিকার।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ