সংবাদ সংক্ষেপ: রাত ৯টা

ঢাকা: একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সৎ এবং যোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী বিএনপি। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপ শেষে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
- নতুন নির্বাচন কমিশন কীভাবে গঠন করা হবে, তা নিয়ে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সংলাপ শেষ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংলাপ শুরুর আগে বঙ্গভবনের দরবার হলে এসেই রাষ্ট্রপতি বিএনপি নেত্রী খালেদার কুশল জানতে চান। উত্তরে খালেদা জিয়া বলেন, তিনি ‘মোটামুটি’ আছেন। এসময় রাষ্ট্রপতি তার স্পিকার থাকার দিনগুলোর কথা স্মরণ করে সাবেক বিরোধী দলীয় নেতা খালেদাকে বলেন, ‘আগে সংসদে থাকতে তো দেখা হত। এখন তো আমি অনেক দূরে থাকি।
- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নারায়ণগঞ্জবাসী ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে, গৌরব উজ্জল ভূমিকা রেখেছেন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রোশনারা আলী এক সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব আবারো জোরালোভাবে তুলে ধরবেন এই সফরে।
- ইয়েমেনের বন্দর নগরী এডেনের একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলায় ৪৯ জন সেনা হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।
- ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক ও করিম বেনজেমার দারুণ গোলে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে স্বাগতিক কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
- প্রায় দুই বছর কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গণমাধ্যমকে জানান, রোববার রাত সাতটা ৫০ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন মাহমুদুর রহমান মান্না।
- প্রথমবারের মতো আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। খেলা শেষে হোসে মরিনহোর এই একটি কথাই বুঝিয়ে দিচ্ছে সবকিছু। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ তিন খেলার আগে সাত ম্যাচে মাত্র এক জয়। ১৬ খেলায় পয়েন্ট ২৭।
- বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে প্রধান বাধা অবকাঠামো দুর্বলতা বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
- সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগে পূর্ব নির্ধারিত প্রার্থী না হলে তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন বা মন্তব্য করে বিব্রত করা হয়। এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে।
- নতুন নির্বাচন কমিশন কীভাবে গঠন করা হবে, তা নিয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সংলাপ শেষ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বিকেল ৪টা ৩৭ মিনেটে বঙ্গভবনের দরবার হলে শুরু হওয়া এই সংলাপ চলে প্রায় ৫০ মিনিট পর্যন্ত।
- আগামী পাঁচ বছরে ২০ লাখ শ্রমিকের বিদেশে কর্মসংস্থান হবে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা এ তথ্য জানান।
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনের ত্রুটি মানবসৃষ্ট। রোববার বিকাল সোয়া তিনটায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
- সালিশ মানি তবে তালগাছ আমার এমন নীতি যদি বিএনপির থাকে তাহলে কোনো সংলাপই সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
- শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গীতিকার ও সুরকার কবির বকুলের। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় শনিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
- “ম”- বিশ্বব্যাপী সঙ্গীত মৈত্রী’র আয়োজনে শাস্ত্রীয় সংগীত সম্মেলন- ২০১৬ আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) ছায়ানট অডিটোরিয়ামে শুরু হতে যাচ্ছে।
গ্রন্থনা ও সম্পাদনা: ইয়াসিন