
ঢাকা: উত্তরার ৩ নম্বর সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। শুক্রবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
# ব্রিটেনের গণভোটে সংখ্যাগরিষ্ঠ রায় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পক্ষে হওয়ায় এখন ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যও টিকে থাকবে কিনা – তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)’র এক সংবাদে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
# ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষ ভোট দেয়ার পর সংস্থার প্রতিষ্ঠাতা দেশগুলো শনিবার বৈঠকে বসছে।
# প্রথম যাত্রার জন্য রাজধানীর কমলাপুর রেল স্টেশনে অপেক্ষমান দেশের সর্বাধুনিক ট্রেন ‘সোনার বাংলা’। শনিবার সকালে উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে রঙিন কাপড়, ফুলে মোড়ানো হয়েছে লাল-সবুজ আর সাদা রঙের ট্রেনটি। বাংলাদেশের রেলজগতে সোনার বাংলাই এখন সর্বাধুনিক বিলাসবহুল ট্রেন।
# আর মাত্র ১১দিন পরই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর ঈদ বাজার। তাই ছুটির দিন শুক্রবার রাজধানীর ঐতিহ্যবাহী মার্কেট নিউমার্কেটে দেখা গেছে ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানিয়েছেন বিক্রি ভালো হচ্ছে, সামনে আরো ভালো হবে।
# চলতি বছরের আলোচিত সিনেমা গুলোর একটি হলো ‘বসগিরি’। ছবিতে বসের ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউড কিং খান শাকিব এবং নায়িকা বুবলি চরিত্রে অভিনয় করেছেন নবাগতা শবনম বুবলি। আসছে কোরবানি ঈদে মুক্তি দেয়ার লক্ষে দ্রুত গতিতেই চলছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবির শুটিং। ইতোমধ্যে ছবির দ্বিতীয় লটের শুটিং শেষ হয়ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই