
ঢাকা: দক্ষিণখানের আশকোনার সূর্যভিলা নামের বাড়িটিতে প্রায় ১২ ঘন্টার জঙ্গি বিরোধী অভিযান শেষ হয়েছে। এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘রিপল ২৪’। এতে চারজন আত্মসমর্পণ করেছেন, নিহত হয়েছেন দুজন। শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এবং ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
# দক্ষিণখানের আশকোনার সূর্যভিলা নামের বাড়িতে পুলিশ যে জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে ওই অপারেশনের নাম দেয়া হয়েছে ‘রিপল ২৪’। শনিবার সন্ধ্যায় অভিযান শেষে ঘটনাস্থলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
# নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসায় উদ্যোক্তাদের ব্যক্তিগত লাভ থাকবে না, লভ্যাংশ দিয়ে প্রতিষ্ঠান সম্প্রসারিত হবে, এই কারণে সামাজিক ব্যবসা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে। শনিবার দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট হাইস্কুলের ১৮০ বছর পূর্তি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
# ঠিকমত কাজ করবে, শ্রমিক ও সরকারের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি পেলেই আশুলিয়ার বন্ধ থাকা কারখানাগুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক শিল্প মালিক সমিতি বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
# দক্ষিণখানের আশকোনার সূর্যভিলা নামের বাড়িটিতে নিহত ১৪ বছরের কিশোর আফিফ কাদেরী সম্পর্কে পুলিশকে বেশ কিছু তথ্য দিয়েছে ওই এলাকার এক কিশোর সবজি বিক্রেতা।
# গণতান্ত্রিক সরকারের স্থলে অগণতান্তিক (তত্বাবধায়ক) সরকার রাজনীতিবিদদের দেউলিয়াপনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন করা প্রধান বিচারপতির কাজ না।
# দক্ষিণখানের আশকোনার সূর্যভিলা নামের বাড়িটিতে অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল। পাশপাশি আত্মঘাতী হওয়া নারী এবং জঙ্গি তানভীর কাদেরীর কিশোর ছেলে দুজনই নিহত হয়েছেন বলেও জানান তিনি।
# বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্টে মালদ্বীপকে পরাস্ত করে মধুর প্রতিশোধ নিয়েছে কিরগিস্তান। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে দুপুরে শুরু হওয়া ম্যাচে ৩-০ সেটের জয় পায় কিরগিজরা। মালদ্বীপের বিরুদ্ধে মাঠে নেমেই প্রথম সেটে ২৭-২৫ ব্যবধানের জয় পায় কিরগিস্তান। দ্বিতীয় সেটে ২৫-২২ আর তৃতীয় সেটে ২৫-১৮ ব্যবধানে মালদ্বীপকে উড়িয়ে দেয় মধ্য এশিয়ার দলটি।
# দুই বাংলার দুই জনপ্রিয় নায়ক শাকিব খান ও জিৎ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এক সাথে একই ছবিতে কাজ করতে যাচ্ছেন এই দুই সুপারস্টার। কিন্তু শেষ পর্যন্ত এক সাথে কাজ করা হচ্ছে না শাকিব ও জিৎ’র।
গ্রন্তনা ও সম্পাদনা: জাহিদ