
ঢাকা: মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন থেকে স্থানান্তর না করার জন্য অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে আবারো চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।
# সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে আফগানিস্তানকে হারাতে পারলেই সেমি ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে ভুল করেনি লাল-সবুজ জার্সীধারীরা। যুদ্ধ বিধ্বস্ত দেশটির মহিলা দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করেছে। বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন ঝড়েই বিধ্বস্ত হয়েছে আফগান শিবির। অর্ধডজন গোলের মধ্যে সাবিনা একাই করেছেন পাঁচ গোল। বাকী একটি গোল এসেছে ইসরাত জাহান স্বপ্নার পা থেকে। এ হারে চলতি এ আসর থেকে ছিঁটকে পড়লো আফগানরা।
# প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গুরুত্বপূর্ণ সব লেখা, ড্রাফট ও বক্তৃতা শাকিলকে দিয়ে লেখাতেন। আমার উপর যখন লেখালেখির দায়িত্ব পড়ত তখন আমি শাকিলকে ডাকতাম। পৃথিবীতে অনেক লেখক রয়েছেন। কিন্তু নেত্রী শাকিলের লেখা সবচেয়ে বেশি পছন্দ করতেন। লেখায় শাকিলের হাত ছিল সুন্দর ও মিষ্টি। এক কথায় শাকিল ছিল ওয়ান পিছ।
# তিতাস গ্যাসের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এর অবকাঠামোর উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি) এবং বাংলাদেশ সরকারের মধ্যে ১৬৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
# গত এক দশকে চট্টগ্রামে শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে প্রায় ৯৫ শতাংশের বেশি। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত চট্টগ্রাম জেলার তৃতীয় আর্থিক শুমারিতে এই তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয় ২০০২ সাল থেকে ২০১৩ সালের মধ্যে চট্টগ্রামে কর্মসংস্থানের হার বেড়েছে ১৭৯.৫৩ শতাংশ।
# জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি টিউবওয়েলের পাইপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
# বাংলাদেশর দুর্গম পাহাড়ি এলাকায় সীমান্ত সড়ক নির্মাণে ভারতীয় সড়ক অবকাঠামো ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে তাগাদাও দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ