সংবাদ সংক্ষেপ: রাত ৯টা

ঢাকা: বাংলাদেশে মাদক হিসেবে ইয়াবার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই সমুদ্রপথে হাতবদল হচ্ছে এ মরননেশার বড় বড় চালান। টেকনাফ সীমান্ত দিয়ে মায়ানমার থেকে চালানগুলো দেশে প্রবেশ করছে। শুধু তাই নয়, খোঁজ নিয়ে জানা গেছে তিনটি সংঘবদ্ধ চক্র খোদ রাজধানী ঢাকাতেই ইয়াবার কারখানা স্থাপন করেছে, যেখানে উৎপাদিত লাখ লাখ ইয়াবা ট্যাবলেট প্রতিদিন সরবরাহ হচ্ছে দেশের বাজারে।
- ক্ষমতাসীন আওয়ামী লীগকে ধরলেই জঙ্গিরা ধরা পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আওয়ামী লীগকে ধরলেই জঙ্গিরা ধরা পড়বে। কারণ জঙ্গিদের সাথে দলটির নেতাকর্মীদের যোগাযোগ আছে। এদের কাছে দেশি বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আছে।
- ভারতে ধর্ষিতা এক নারী বলিউড তারকা সালমান খানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। সালমান খান সম্প্রতি নিজেকে ‘ধর্ষিতা নারী’র সঙ্গে তুলনা করার পর ধর্ষণের শিকার হওয়া এই নারী তার কাছে এই ক্ষতিপূরণ দাবি করেছেন। সালমান খান সাংবাদিকদের বলেছিলেন, ছবির শ্যুটিং-এর কাজ এতো বেশি কষ্টকর যে মাঝে মাঝে তার নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হয়।
- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদে ৫ কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন ও বদলি করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আশরাফুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
- এক মাসের বেশি সময় ধরে লড়াই করার পর অবশেষে ইরাকি শহর ফালুজাকে জঙ্গিগোষ্ঠী আইএসের দখল থেকে পুরোপুরি মুক্ত করা গেছে বলে জানিয়েছেন ইরাকের জ্যেষ্ঠ একজন কমান্ডার। রোববার ফালুজা অভিযানের সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধান লেঃ জেনারেল আব্দুল-ওয়াহাব-আল সাদি বার্তা সংস্থা এপিকে জানান, ইরাকি বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলের আল-জুলান উপকন্ঠে প্রবেশ করেছে। এটি আইএস নিয়ন্ত্রণাধীন ফালুজার শেষ এলাকা ছিল।
- ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ব্রিটিশ জনগণের রায়ের পর ইউরোপজুড়েই তোলপাড় চলছে। এই বিতর্কের অংশ হয়ে উঠেছে রাশিয়াও। ই ইউতে থেকে যাওয়ার পক্ষে যারা প্রচারণা চালিয়েছিলেন তাদের দাবি ছিলো যে ক্রেমলিন গোপনে গোপনে ছেড়ে যাওয়ার পক্ষকে সমর্থন করছে। রাশিয়ার উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করা।
- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার বিএফইউজের নির্বাচন পরিচালনা কমিটির সভায় এই উপ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয় । সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেযারম্যান আবু তাহের। সভায় কমিটির দুই সদস্য অশোক কুমার সিনহা এবং শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
- যৌথ প্রযোজনায় নির্মিত ‘বাদশা’ ছবির প্রচারণায় অংশ নিতে ফের ঢাকায় আসছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। বিষয়টি নিশ্চিত করছেন জাজ মাল্টিমিডিয়ার ম্যানেজার আলিমুল্লাহ খোকন। খোকন বলেন, কয়েকদিন আগে শিকারী ছবির প্রচারণায় ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। এবার আসছেন জিৎ। আগামী ৩০ জুন ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। থাকবেন দু’দিন। ছবির প্রচারে বিভিন্ন টেলিভিশন ও গণমাধ্যমের অনুষ্ঠান-আয়োজনে অংশ নেবেন।
- শ্রম আদালতে বিচার চাইতে গিয়ে একজন শ্রমিককে অনেক হয়রানীর মুখে পড়তে হয়। বিচারের বিলম্বের কারণে প্রতিকারের চেয়ে আর্থিক ক্ষতি অনেক ক্ষেত্রে বেশি হয়। বিচারের জন্য দিনের পর দিন ঘুরতে হয়। বিচারপ্রার্থী শ্রমিকদের এই হয়রানীকে বিচার নয়, বরং অবিচার আখ্যা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি