
ঢাকা: চট্টগ্রামে নিহত মাহমুদা আক্তার মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তারকে ফাঁসানোর চেষ্টা চলছে। নিউজনেক্সট ডটকম’কে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাতকারে এমনটাই দাবি করেছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন। এ জন্য তিনি ‘প্রফেসনাল জেলাসী’ –কে দায়ী করেছেন।
# বাংলাদেশে শিশুদের নির্যাতন ও হত্যার হার গত ছয় মাসে আশংকাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তারা জানিয়েছে, গত ছয় মাসে ৫৯১জন শিশুকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে এবং ২৩৫জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে নির্যাতনের পর আত্মহত্যা করেছে ১৫ শিশু।
# প্রধান বিচারপতি সম্পর্কে বিরুপ মন্তব্য এবং শিষ্টাচার হীন, অশালীন ও মিথ্যা অভিযোগ তোলার কারণে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয় তাকে চাকরি থেকে বরখাস্ত করে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
# বর্তমানে ২০ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। ইমিগ্রেশন ডাটাবেজের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন।
# আসন্ন ঈদ উপলক্ষে নয় দিনের সরকারি ছুটি চলাকালে (০১ থেকে ০৯ জুলাই) দেশের জনগণের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শবে কদরের পরের দিন এবং ঈদের দিন ব্যতীত প্রতিদিনই এটা খোলা থাকবে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই