
ঢাকা: বাংলাদেশে সম্প্রতি সেক্যুলার ব্লগার এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তার সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার চট্টগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যার একদিন পরেই তিনি এই মন্তব্য করেন।
# বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৭ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত। সোমবার দিবাগত শেষ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি খাবেন। সোমবার মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটি হিজরি ১৪৩৭ সনের এই চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা শেষে এই ঘোষণা দেয়।
# মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা জারি করেছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় ট্রাইবুন্যালে পৌঁছলে সোমবার সন্ধ্যায় এই পরোয়ানা জারি করা হয়।
# রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বস্তিজনক পর্যায়ে থাকবে জানিয়ে করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘প্রয়োজনে সিএনজি স্টেশন, সার কারখানা ও বৃহৎ প্রতিষ্ঠানে গ্যাস রেশনিং করে বিদ্যুৎ কেন্দ্রে দেয়া হবে।’ প্রতিমন্ত্রী সোমবার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
# পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের নিহত স্ত্রী মাহমুদা খানম মিতুর ফোনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে কোনো এসএমএস পাঠানো হয়নি বলে স্কুলটির একজন শিক্ষক জানিয়েছেন। রোববার সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে এসে বাসার অদূরে মোটরসাইকেলের তিন আরোহী দুর্বৃত্তের হাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই