সংবাদ সংক্ষেপ: রাত ৯টা

- জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসির দণ্ড কার্যকরে কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
- গাড়ি পোড়ানোর ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এই মামলায় জামিন পাওয়ায় সোহেলের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
- এবার যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে জমি দখলে সহযোগিতা করার অভিযোগ করেছেন দনিয়া এলাকার বাসিন্দা বৃদ্ধা সুরাইয়া বেগম কামনা। শুধু তাই নয় হাত ব্যাগে ইয়াবা দিয়ে ওই বৃদ্ধাকে মাদকদ্রব্য আইনের মামলায় ফাঁসানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
- পঁচিশ মার্চ কালরাত ও গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ হলের ‘কালরাত ও গণহত্যা দিবস পালন কমিটির উদ্যোগে হল প্রাঙ্গনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হযেছে।
- দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বছেলেন, গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিয়েছে শেখ হাসিনা। তারা বলে গণতন্ত্রের আগে উন্নয়ন। গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয় এটা তারা বুঝতে চায় না।
- পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে জেসমিন আক্তার নদী পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘জল শ্যাওলা’। ১৪ এপ্রিল মুক্তির জন্য এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে প্রযোজনা সংস্থা টাইমস্ ওয়ার্ন্ড মিডিয়া। এমন খরবই শোনালেন নির্মাতা নিজেই।
- টেস্ট জয়ের রেশ থাকতে থাকতেই ওয়ানডের প্রস্তুতিতে নেমে পড়া। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অবশ্য জিততে পারেনি। তবে শ্রীলঙ্কা বোর্ড একাদশের ৭ উইকেটে ৩৫৪ রানের জবাবে বাংলাদেশ তুলতে পেরেছে ৮ উইকেটে ৩৫২। জিতলে অবশ্যই ভালো হতো। তবে ২ রানে হারলেও দলের ব্যাটিং অনুশীলন বেশ ভালো হলো। ৩৫ বলে ৫৮ করেছেন অধিনায়ক মাশরাফি। ৭২ করেছেন সাব্বির। মোসাদ্দেক ৫৩। সৌম্য ৪৭।
- আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা: দিপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন শুধু একটি দেশের সফল নেতাই নন, তিনি বিশ্বের বরেণ্য একজন নেত্রী। আওয়ামী লীগ ও দেশের জন্য তিনি তার সর্বস্ব ত্যাগ করেছেন।
- বলিউডের নায়িকা শ্রদ্ধা কাপুরকে নিয়ে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করতে যাচ্ছে নতুন হিন্দি ছবি। শুটিং আগামী বছর ফেব্রুয়ারী-মার্চে শুরু হবে। কিন্তু এবার শ্রদ্ধা’র সাথে নায়ক হিসাবে কে থাকছেন তা দেখার বিষয়।
প্রকাশ: ইয়াসিন