
ঢাকা: ধারাবাহিক গুপ্তহত্যা বা ‘সিরিয়াল টার্গেট কিলিং’ ঠেকাতে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে ‘ক্র্যাকডাউন’ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উগ্রপন্থিদের প্রতিহত করতে ইতিমধ্যেই প্রশাসনকে সর্ব্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
# ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় ৩৩৯ কোটি টাকা খরচ করছে সরকার। এরই অংশ হিসেবে ইতিমধ্যে মধ্যে ১০০ কোটি টাকার তাঁবু কেনা হয়েছে। একইসঙ্গে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য কেনা হয়েছে ৬৯ কোটি টাকার যন্ত্রপাতি। আরো ১৭০ কোটি টাকার যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া চলছে।
# বিগত তিন অর্থবছরে চার হাজার ৫৮২ কোটি আট লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে দেশের তিন প্রতিরক্ষা বাহিনী। এরমধ্যে সেনাবাহিনী সর্বোচ্চ তিন হাজার ৬২৪ কোটি ৮৬ লাখ, নৌবাহিনী ৫৫৮ কোটি ৩৩ লাখ এবং বিমান বাহিনী ৩৯৮ কোটি ৮৯ লাখ টাকা আয় করেছে।
# বিএনপি ও জামায়াতের হরতাল-অবরোধে নাশকতা ঠেকাতে মানুষ যেভাবে এগিয়ে এসেছিল, সেভাবে সাম্প্রতিক একের পর এক গুপ্তহত্যা বন্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই