
ঢাকা: বাংলাদেশের মোবাইল অপারেটর সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় ৫০০ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।সিটিসেল বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘বকেয়া পরিশোধে সিটিসেলকে বারবার সময় দেয়ার পরও তা পরিশোধ না করায় সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
# ৩১ জুলাই। দিনটি কিছু মানুষের জন্য ছিলো নতুন আলোর মতো। এই দিন মধ্যরাতে উভয় দেশের মধ্যে ছিটমহল বিনিময় ঘোষণার পর ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্ত হয় ১৬২টি ছিটমহলের বাসিন্দারা। যার মধ্যে বাংলাদেশে ছিলো ১১১টি। গত বছরের এই দিন মধ্যরাতে বাস্তবায়ন হয় বাংলাদেশ-ভারতের মধ্যে বহুল আলোচিত স্থল সীমান্ত চুক্তি।
# উগ্রবাদীরা আগস্ট মাসকে বড় ধরনের হামলার জন্য বেছে নিতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা উড়াল সড়কের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এমনটা বলেন সেতুমন্ত্রী।
# কল্যাণপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্টর্ম ২৬’ এ নিহত হওয়া ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ অনুমতি দেন।
# জাপানের সাবেক পররাষ্ট্র এবং পরিবেশমন্ত্রী এবং টিভি সাংবাদিক ইউরিকো কোইকে রাজধানী টোকিওর প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস দিয়েছে বুথ ফেরত ভোট জরিপের ফল এবং বিভিন্ন গণমাধ্যম।
# হত্যা ও আত্মহত্যা উভয় রোধেই জনমত গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একইসঙ্গে দুই অপরাধকে জঙ্গিদের আশ্রয় বলেও বর্ণনা করেন তিনি।
# বর্তমান সময়ে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ পরীমনি। আসছে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বিগ বাজেটের ছবি ‘রক্ত’।
# ঢাকাই সিনেমায় আসছে নতুন মুখ আসে নিয়মিতই। নিজেদের অবস্থান দৃঢ় করতে কাজ করে যাচ্ছে তারা। এবার ঢাকাই চলচ্চিত্রের নতুনের খাতায় নাম লেখালেন অভিনেত্রী তানিয়া রিতু। শুধু চলচ্চিত্র নয় কাজ করছেন নাটক-বিজ্ঞাপন ও বেশ কিছু মিউজিক ভিডিওতেও।
# ইনজুরির কারণে ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। আগস্টে তার কাঁধের অস্ত্রোপচার হলে অন্তত ছয় মাস তিনি ক্রিকেট খেলতে পারবেন না বলে জানিয়েছে ক্রিকইনফো।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি